Kolkata Yellow Taxi : কলকাতার পরিচিতি অক্ষুণ্ন রাখতে উদ্যোগ, ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি বাঁচাতে পরিকল্পনা সরকারের – state government is planning to save yellow taxis before scrap period


West Bengal News: কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে হলুদ ট্যাক্সি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই হালফিলের অ্যাপ ক্যাবে অভ্যস্ত হয়ে পড়ছেন। আগেই জানা গিয়েছিল যে কয়েকমাসের মধ্যেই শহরে হলুদ ট্যাক্সির (Kolkata Yellow Taxi) আর কোনও অস্তিত্ব থাকবে না। কারণ হিন্দুস্তান মোটরসের তৈরি করা হলুদ রঙের সব অ্যাম্বাসেডর গুলির ১৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে। কলকাতায় আর দেখা যাবে হলুদ ট্যাক্সি, এই কথা ভেবে মন খারাপ অধিকাংশ শহরবাসীর।

তবে হলুদ ট্যাক্সি নিয়ে সম্প্রতি একটি সুখবরের কথা জানা গিয়েছে। শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকার হলুদ ট্যাক্সির বিলুপ্তি রুখতে তাদের রূপান্তরিত করা নিয়ে পরিকল্পনা করছে রাজ্য সরকার। ডিজেলচালিত হলুদ ট্যাক্সির ইঞ্জিন বদলে তাদের ই-ভেহিকলে বদলে ফেলার চিন্তাভাবনা করছে সরকার।

Paschim Medinipur News : বাড়িতেই দুষ্প্রাপ্য হলুদ শিমুল গাছ, দত্তক নিল কেশপুরের স্কুল
বেঙ্গল চেম্বার অব কমার্স ও ব্রিটেন সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত বৈদ্যুতিন গাড়ির একটি সেমিনারে এমনই ইঙ্গিত দিয়েছে রাজ্যের বিদ্যুৎ সচিব এস সুরেশ কুমার। তিনি বলেন, “কলকাতার পরিচিতির সঙ্গে জড়িত হলুদ ট্যাক্সি এত তাড়াতাড়ি অবলুপ্ত হতে দেওয়া ঠিক হবে না। হলুদ ট্যাক্সি বাতিলের মেয়াদ শেষ হওয়ার আগে সেই নিয়ে পরিকল্পনা করছে সরকার।”

অ্যাকিসিলারেটিং স্মার্ট পাওয়ার অ্যান্ড রিনিউবেল এনার্জি ইন ইন্ডিয়া বা ASPIRE-র আওতায় একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের বিদ্যুৎ সচিব জানিয়েছেন, সরকার বিদ্যুতচালিত যানবাহনের উপর বাড়তি জোর দিতে চাইছে। তিনি বলেন, “আমার চাইছ দেশে বিদেশের বিভিন্ন ই-ভেহিকল নির্মাতা কোম্পানিগুলি বাংলায় আসুক এবং এখানে বিদ্যুৎচালিত গাড়ি চলাচলের উপর বাড়তি জোর দিক।”

East Bengal ISL : ‘…২ বছরের মধ্যে ISL চ্যাম্পিয়ন হব’, প্রতিশ্রুতি দেবব্রত সরকারের
পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, করোনা প্যানডেমিকের পর থেকে ৭ হাজারের মতো হলুদ ট্যাক্সি এখন নিয়মিত শহরের বুকে চলাচল করে। তাদের মধ্যে D ও E সিরিজের আড়াই হাজার ট্যাক্সি ২০২৫ সালের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ হবে। সরকারের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে স্বাগত জানিয়েছেন ট্যাক্সি ইউনিয়নগুলি।

High Secondary Exam 2023 : পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে উলটে গেল টোটো, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা আহত ছাত্রীর
বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সঞ্জীব রায় এই প্রসঙ্গে বলেন, “অত্যন্ত আনন্দের খবর। আমরা যদি ট্যাক্সির ডিজেল ইঞ্জিন ইলেকট্রিকে বদলে ফেলতে পারি, তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। তবে এখানে খরচের বিষয়টি মাথায় রাখতে হবে। যদি খুব বেশি খরচ হয়, তবে বেশিরভাগ ট্যাক্সি চালকই তা বদলাতে রাজি হবেন না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *