Mobile library In Balurghat : চলার পথে বই পড়ে নেওয়ার সুযোগ, ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’ এবার বালুরঘাটে – mobile library inaugurated at balurghat municipality


West Bengal News : ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন হল বালুরঘাট পুরসভায়। বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এই চলমান লাইব্রেরি ব্যবহার করতে পারবেন নাগরিকরা। পুরসভার এই উদ্যোগে স্বভাবতই বেশ খুশি এলাকাবাসী। আগামী দিনে বালুরঘাটের অন্যান্য অংশেও এরকম লাইব্রেরি সুবিধা দেওয়া হবে জানানো হয়েছে পুরসভার তরফে।

বৃহস্পতিবার পুর প্রতিনিধিত্বের বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী ভ্রাম্যমাণ লাইব্রেরি উপহার দিলেন। নিজের ওয়ার্ডের নাগরিকদের জন্য এই ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্ধোধন করা হয়। দুপুরে বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের প্রাচ্য ভারতি এলাকায় এই ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন হয়।

Morning Workout : শহরে শরীরচর্চা করার সুযোগ, বালুরঘাটে চালু হচ্ছে ওপেন এয়ার জিম
ফিতে কেটে এর উদ্ধোধন করেন ওই ওয়ার্ডের প্রবীণ নাগরিক স্বপন বিশ্বাস৷ উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্টজনরা। নির্বাচনী ইস্তাহারের পরিপ্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন করা হয় বলে জানান কাউন্সিলর।

জানা যায়, বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের মোট তিনটি জায়গায় দশ দিন করে এই ভ্রাম্যমাণ লাইব্রেরিটি খোলা হবে। প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে বলে জানা যায়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ডবাসীরা। এই দিনের ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধনে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Balurghat BJP : রাস্তাঘাটের অবস্থা কেমন? পরিদর্শনে এলেন বালুরঘাটের BJP বিধায়ক
এই বিষয়ে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “নির্বাচনী ইশতেহারের সময় ওয়ার্ডবাসীকে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলাম। আজ এই পুর প্রতিনিধির প্রথম বর্ষ উপলক্ষে ওয়ার্ডবাসীর জন্য এই ভ্রাম্যমাণ লাইব্রেরিটি উপহার দেওয়া হলো।”

বর্তমান তরুণ প্রজন্ম মোবাইল আসক্ত হয়ে যাবার ফলে বই থেকে আমরা দূরত্ব অনেকটাই করে ফেলেছি। সেই কারণে বই পড়ার অভ্যাসকে টিকিয়ে রাখতে এই লাইব্রেরির প্রয়োজনীয়তা ছিল বলে জানান তিনি। এই ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ছোট থেকে বড় সমস্ত বয়সী মানুষদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে দরকারি বইপত্র এখানে পাওয়া যাবে।

ছোটদের জন্য স্পোকেন ইংলিশ এর পাশাপাশি ইংরেজি থেকে বাংলা করবার বই কিংবা আইনের বিষয়ক একাধিক বই এই ভ্রাম্যমাণ লাইব্রেরিতে পাওয়া যাবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

Balurghat News : বালুরঘাটে রমরমিয়ে চলছে বেআইনি ই-রিক্সা বিক্রি, বাজেয়াপ্ত ২৪ টি গাড়ি
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের অনেকদিনেই চাহিদা ছিল, এরকম একটা চলমান লাইব্রেরি হোক। আজ এটার উদ্বোধন হওয়ায় আমরা খুবই খুশি। অনেক পথ চলতি মানুষ নিজের কিছুটা সময় বই পড়ে কাটাতেন পারবেন। ছোটদের অনেক কাজে লাগতে পারে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *