দেখতে দেখতে এক বছর পার করল গোধূলী আলাপ ধারাবাহিক। শুরুতে অনেক সমালোচনার মুখে পড়েছিল এই সিরিয়ালের গল্প। হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করছেন… এই মর্মে ট্রোলড হয়েছেন কৌশিক (Koushik Sen)। বছর পেরিয়ে কী বললেন এই ধারাবাহিকের প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)?