Recruitment Scam : শান্তিপ্রসাদকে হেফাজতে ফের পেতে চাই সিবিআই – ssc recruitment scam case cbi wants to take shantiprasad sinha back their custody


এই সময়: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষদের গ্রেপ্তার করেছে ED। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এ বার শান্তনুর একদা ব্যবসায়িক সঙ্গী নিলয় মালিক। তাঁরই সঙ্গে শান্তনু ঘনিষ্ঠ সুপ্রতীম ঘোষ ওরফে আকাশকেও বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা।

Santanu Banerjee : ED দফতর থেকে বেরিয়ে পাঁই পাঁই ছুট শান্তনু ঘনিষ্ঠর! ‘এমনি এসেছিলাম’, সাফাই আকাশের
নিয়োগ দুর্নীতির তদন্তে একই দিনে তৎপরতা বাড়িয়েছে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সূত্রের খবর, SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে ফের নিজেদের হেফাজতে নিতে চাইছেন তদন্তকারীরা। আজ, বৃহস্পতিবার এই মামলায় শান্তিপ্রসাদ-সহ বেশ ক’জনকে আলিপুর আদালতে হাজির করা হবে। সেখানেই তাঁকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে CBI।

SSC-র নিয়োগ দুর্নীতির একটি মামলায় শান্তিপ্রসাদকে গ্রেপ্তার আগে করেছিল CBI। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন। কিছুদিন আগে এই মামলায় আব্দুল খালেক নামে এক এজেন্টকে SSC-র একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে CBI।

Santanu Banerjee : ৩৭ ঘণ্টা তল্লাশি শেষে গ্রেফতার অয়ন, দুর্নীতির রহস্যভেদে শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারই কি ফ্যাক্টর?
জানা যায়, খালেকের সঙ্গে শান্তিপ্রসাদের যোগাযোগ ছিল। তারপরও কেন সিবিআই তাঁকে হেফাজতে নিচ্ছে না, সে ব্যাপারে একাধিক বার কোর্টের প্রশ্নের মুখে পড়েন তদন্তকারীরা। এরপর ফের শান্তিপ্রসাদকে CBI-র নিজেদের হেফাজতে চাওয়ার তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শান্তিপ্রসাদের একটি বেনামী ফ্ল্যাট থেকে ইতিমধ্যে বিপুল নগদ ও গয়না উদ্ধার করেছে CBI।

পাশাপাশি নিলয়কে তলবও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। গত শনিবার হুগলির বলাগড়ে শান্তনুর রিসর্ট কাম গেস্ট হাউসে তল্লাশির সময়েই নিলয় ও আকাশকে জিজ্ঞাসাবাদ করেছিল ED। নিলয় সে দিনই জানান, তিনি এক সময়ে শান্তনু ও তাঁর স্ত্রীর সঙ্গে ব্যবসা করতেন।

পরে নিজের একটি ধাবা খুলে ব্যবসা শুরু করেন। তারপর থেকে তাঁর সঙ্গে শান্তনুর তেমন যোগাযোগ ছিল না। যদিও শান্তনু বা তাঁর স্ত্রীর সঙ্গে নিলয়ের ঠিক কী ব্যবসা ছিল, তাতে নিলয়ের কী ভূমিকা ছিল, টাকা কোথা থেকে আসত এবং এর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ আছে কি না, সে সব জানার চেষ্টা করছে ED।

Primary TET Scam : তদন্ত করতে কি জানেন না: কোর্ট, গ্রুপ-সিতে সুবীরেশের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট
সেই সূত্রেই নিলয়ের সঙ্গে বুধবার দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা। এ দিন রাতে বেরোনোর সময়ে নিলয় জানান, তাঁর সঙ্গে শান্তনুর কতদিনের সম্পর্ক, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি কিছু জানেন কি না, সে সব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *