Sabina Yeasmin : সকাল-সন্ধ্যায় ‘তৃণমূল জিন্দাবাদ’ বললেই ‘একশো’ শতাংশ চাকরি, মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক – sabina yeasmin minister controversial comment from her meeting


TMC Meeting : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল বিধায়ক মদন মিত্রের পর এবার তৃণমূলের আরেক মন্ত্রীর গলাতেও একই সুর। তৃণমূল কর্মীদের সরকারি চাকরিতে অগ্রাধিকারের তত্ত্বকে সমর্থন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। সকাল-সন্ধ্যে ‘তৃণমূল জিন্দাবাদ’ বললেই তার চাকরির জন্য ‘একশো’ শতাংশ চেষ্টা করা হবে বলে মন্তব্য মন্ত্রীর। তাঁর এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। চূড়ান্ত সমালোচনা উড়ে এসেছে বিরোধী শিবির থেকেও।

Mohammed Salim : বাম আমলে চিরকুটে চাকরি? মুখ খুললেন মহম্মদ সেলিম
উত্তর দিনাজপুর জেলার দায়িত্ব পেয়েই বৃহিস্পতিবার মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা কার্যালয়ে যান। দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, “তাঁদেরই চাকরি হবে যে সকাল সন্ধ্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে। অবশ্যই সেই তৃণমূল কর্মীকে চাকরি দেওয়ার একশো শতাংশ চেষ্টা করা হবে। তবে মেধার ভিত্তিতে সেই চাকরি দেওয়া হবে।” উল্লেখ্য গতকালই ফেসবুক লাইভে তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও বলতে শোনা যায়, “সুযোগ পেলে তৃণমূল কর্মীদের আবারও চাকরি দেব।”

Madan Mitra On SSC Scam: ‘CPIM চাকরি দিতে পারে আর তৃণমূল দিলেই দোষ?’ মদনের মন্তব্যে তীব্র বিতর্ক
এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনিও বাম জমানায় হল টাইমারদের চাকরি দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। মন্ত্রী বলেন, “সিপিআইএমের সময় যাঁরা ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো তাঁদেরই চাকরি হয়েছে। তাই তাঁদেরই চাকরি হবে, যে সকাল-সন্ধ্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে।”

Udayan Guha:’ওর থেকে বড় চাকরি চোর এই জেলায় নেই…’ নাম না করে নিশীথকে খোঁচা উদয়ন গুহর
মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “তৃণমূলের হয়ে যাঁরা চাকরি চুরি করে,ধর্ষণ করে, বোম মারে, বুথ জ্যাম করে সেটাই তৃণমূলের কাছে মেধা আর সেই মেধার ভিত্তিতে তৃণমূলের লোক চাকরি পাবে। এটাই স্বাভাবিক। এতে নতুন কিছু ব্যাপার নেই।” বর্তমানে তৃণমূলের নেতা-কর্মীরা কেউ আছে জেলে, কেউ আছে বেলে। বাকি যাঁরা বাইরে আছে, তাঁরাও সময় মত জেলে যাবে বলে উল্লেখ করেছেন বাসুদেব সরকার।

Recruitment Scam : অয়নের সঙ্গে বাম যোগ! তৃণমূল মুখপত্রে তদন্তের দাবি
অন্যদিকে, “সিপিআইএমের সময় ঝোলা কাঁধে নিয়ে যারা ঘুরেছে তাদেরই চাকরি হতো” এই মন্তব্যের চূড়ান্ত বিরোধিতা করা হয় বাম শিবির থেকে। সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল বলেন, “বর্তামানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের যাঁরা বক্তা রয়েছেন, তাঁদের তো বামফ্রন্টের সময় চাকরি হয়েছে। আর সেই চাকরি বামফ্রন্ট সরকার একটি নিয়ম নীতির মাধ্যমে করেছে। নাহলে তাঁদের চাকরি হতো না সেসময়।” তাঁর কথায়, তৃণমূলের কর্মীদের মেধার ভিত্তিতে যে নিয়োগ করা হবে, তা একপ্রকার সোনার পাথর বাটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *