Sujan Chakraborty Wife: পরীক্ষা না দিয়েই কলেজে চাকরি! স্ত্রীর বিরুদ্ধে তৃণমূলের তোলা অভিযোগ নিয়ে মুখ খুললেন সুজন – sujan chakraborty reacts aver trinamool congress allegation regarding his wife job


নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল গোটা রাজ্য। বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই কার্যত সরব বিরোধীরা। তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী নেতারা। এই পরিস্থিতিতে বাম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের।

Kunal Ghosh : পরীক্ষা না দিয়ে গড়িয়ার কলেজে চাকরি সুজনের স্ত্রীর! নথি দেখিয়ে কুণাল বললেন, ‘তদন্ত হবে’
নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন সুজন চক্রবর্তীর স্ত্রী,বুধবার এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। বৃহস্পতিবার কুণাল ঘোষ বলেন, “সুজন চক্রবর্তীর স্ত্রী দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে চাকরি করতেন। চিরকুট মারফত এই চাকরি গ্রহণ করেছেন।” এবার এই যাবতীয় অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন সুজন চক্রবর্তী।

Partha Chatterjee: শুভেন্দু-সুজন-দিলীপ ঘোষরা বড় বড় কথা বলছে, খুঁজে দেখুন কী করেছে : পার্থ
স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, ঠিক কী বললেন সুজন চক্রবর্তী?
তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়। যেখানে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্যের নাম উল্লেখ রয়েছে। ২০২১ সালে তিনি ৫৫ হাজার টাকা বেতনে অবসর নিয়েছেন এবং এখনও বেতন পাচ্ছেন, সেই প্রসঙ্গ উল্লেখ রয়েছে। সঙ্গে একটি নথিও তুলে ধরা হয়েছে যা ১৯৮৭ সালের।

Recruitment Scam : অয়নের সঙ্গে বাম যোগ! তৃণমূল মুখপত্রে তদন্তের দাবি
এবার এই প্রসঙ্গে পালটা এই বাম নেতা বলেন, “এটা রেকমেন্ডেশন লেটার নয়। আমার স্ত্রীর জয়েনিং লেটার। সে তো চাকরি করতই। আর চাকরির জন্য তো জয়েনিং লেটার প্রয়োজন। বরং ৮৭ সালের জয়েনিং লেটার তৃণমূল অবিক্রিতভাবে পেয়েছে এটাকে স্বচ্ছতা বলে। এখানে বলা হয় তিনি পেনশন পান। সে তো নিয়ম মোতাবেক পাবেনই। চাকরি নিয়ে কী অসংগতি তা বলুন! একেবারে ছেলেমানুষি হয়ে যাচ্ছে।”

Mohammed Salim : বাম আমলে চিরকুটে চাকরি? মুখ খুললেন মহম্মদ সেলিম
স্ত্রীর পেনশন পাওয়া প্রসঙ্গে এই বাম নেতা বলেন, “আমি যতটুকু জানি ও ক্লাস থ্রি ক্লারিকাল পদে থাকাকালীন অবসর নিয়েছে। সেক্ষেত্রে নিয়ম মোতাবেক ও তো পেনশন পাবেই। তৃণমূলের নেতারা একটু হোমওয়ার্ক করুন। কোথায় অসংগতি বুঝিনি। ১৯৮৭ সালের জয়েনিং রিপোর্ট যদি পাওয়া যায় তার মানে স্বচ্ছ নিয়োগ হয়েছে। অন্তত ১৯৯০ সালের পর যে সমস্ত ব্যক্তিরা শিক্ষায় নিযুক্ত হয়েছে তাঁদের নাম, ঠিকানা দিয়ে শ্বেতপত্র প্রকাশিত করুক সরকার।”

Suvendu Adhikari : ক্ষমা চাননি কুণাল-শশী, মানহানির মামলা দায়ের শুভেন্দুর ভাই সৌমেন্দুর
পালটা তৃণমূলকে তোর দেগে সুজন চক্রবর্তী বলেন, “এদিক ওদিক ঘুরে লাভ নেই। বোঝা গেল বড্ড লেগেছে। তাই ভুলভাল বিষয় প্রচার করছে।” প্রসঙ্গত, বাম জামানায় ‘চিরকুট চাকরি’ হয়েছে, এমনটাই দাবি করছিল তৃণমূলের একাংশ। এবার সরাসরি সুজন চক্রবর্তীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *