Suvendu Adhikari on Biman Bose: ‘এই বয়েসেও নিজে হাতে কাপড় কাচেন,’ বিমান বসুর ভূয়সী প্রশংসা শুভেন্দুর – suvendu adhikari talks about alliance when he praised biman bose


তৃণমূলকে হটাতে ফের শুভেন্দু অধিকারীর গলায় মহাজোটের সুর। একইসঙ্গে স্বচ্ছ রাজনীতির উদাহরণ টানতে বাম নেতার প্রশংসায় পঞ্চমুখ বিরোধী দল নেতা। বিমান বসুর জীবন বোধ ও আদর্শের ভূয়সী প্রশংসা করলেন তিনি।নিয়োগ দুর্নীতি অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টুইটের জবাবে সরব হন শুভেন্দু অধিকারী। দুই রাজনৈতিক নেতার সঙ্গে সঙ্গে শাসক দল তৃণমূলকেও তুলোধনা করেন তিনি।

Suvendu Adhikari: ‘ব্রাত্য বসুকে সরিয়ে পার্থকে অপকর্মগুলো করার জন্য দায়িত্ব…’, নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে নিশানা শুভেন্দুর

শুভেন্দুর অভিযোগ, রাজনীতির মান নামিয়ে এনেছে তৃণমূল। এই প্রসঙ্গেই তিনি বিমান বসুর প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ”আমার সঙ্গে তো ওদের রাজনীতিগতভাবে চিন্তাধারার পার্থক্য রয়েছে। কিন্তু বিমান বসু মহোদয়ের নাম দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বিমানবাবু এখনও নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন।”

আমি একটা পলিটিক্যাল বাড়ির ছেলে। আমি ছোট থেকে সরাসরি প্রণববাবুকে দেখেছি। বরকত গনি খানকে দেখেছি। তপন শিকদার, সিদ্ধার্থশঙ্কর রায়কে দেখেছি। সেসব রাজনীতি এখন হারিয়ে গিয়েছে। আজকে গোটা পশ্চিমবঙ্গ কোন নোংরা পলিটিক্সে নিয়ে গিয়েছেন এঁরা। ভুলে গিয়েছে, আমি এমন এমন জিনিস জানি, যদি মুখ খুলি তাহলে রাস্তায় বেরনো বন্ধ হয়ে যাব।”

Partha Chatterjee: শুভেন্দু-সুজন-দিলীপ ঘোষরা বড় বড় কথা বলছে, খুঁজে দেখুন কী করেছে : পার্থ

শাসক দলকে নিশানা করেই মহাজোটের ডাকের কথাও শোনা যায় বিরোধী দল নেতার গলায়। শুভেন্দু বলেন, ”কোন রাজনৈতিক দল কী করবে আমি জানি না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সরকারকে তারা বিসর্জন দেবে।”

যদিও শুভেন্দু অধিকারীর মহাজোটের বার্তা উড়িয়ে দিয়েছেন বাম নেতা বিমান বসু। তিনি বলেন, এটা শুভেন্দু অধিকারীর মত, তাঁর কথা হতে পারে কিন্তু বামেদের কথা কখনই না।

Bagtui Massacre: নন্দীগ্রামে হিন্দুদের ভোটে জিতেছি, মমতা পেয়েছিলেন ৬৫ হাজার সংখ্যালঘু ভোট: শুভেন্দু

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে বৃহস্পতিবার দিনভর উত্তাল রাজ্য রাজনীতি। এদিন কোর্টে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় বলেন, নিয়োগ নিয়ে তদবির করেছিলেন সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয় শুভেন্দুর বিরুদ্ধে ২০১১-১২ সালে ব্যাপক দুর্নীতির অভিযোগও আনেন। তারই জবাবে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দু অধিকারীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *