Abhishek Banerjee : শহিদ মিনারে অভিষেকের জনসভা নিয়ে প্রশ্ন – abhishek banerjee shahid minar meeting various questions arised


এই সময়: শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাত্র-যুব সমাবেশ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। শহিদ মিনার-সহ পুরো ময়দান এলাকা পড়ে সেনাবাহিনীর আওতায়। ফলে এখানে কোনও সভা করতে হলে সেনার অনুমতি প্রয়োজন হয়। তৃণমূলের নেতৃত্বের একাংশের বক্তব্য, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই সভার অনুমতি সেনা দেয়নি।

Abhishek Banerjee : ২৯শের লক্ষ্য রেকর্ড ভিড়, জেলা সফরেও অভিষেক
এদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘ওই অঞ্চলে বেশ কয়েকটি ধর্না চলছে। আমরা সেই ধর্নাকারীদের অনুরোধ করেছিলাম, একদিনের জন্য ধর্না না-করতে। সেনাবাহিনীর অনুমোদন এদিন পর্যন্ত আসেনি। তবে এখনও সময় রয়েছে।’ যদি সেনার অনুমতি শেষ পর্যন্ত না-আসে, তা হলে আগামী ২৯ মার্চে অভিষেকের সভা পিছিয়ে যেতে পারে বলে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য

Mamata Banerjee : বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা
শহিদ মিনারের সভা নিয়ে এই অনিশ্চয়তার মধ্যেই উন্নয়নের প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের সার্বিক সমন্বয় নিয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্যারি ও’ফারেলের সঙ্গে অভিষেক বৈঠক করেন। বৈঠকে কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রওয়ান অ্যানিসওয়ার্থ ছিলেন। এই বৈঠক নিয়ে অভিষেক এদিন টুইট করে বলেন, ‘দু’পক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয় নিয়ে এদিন কথা হয়েছে। অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *