Anubrata Mondal Daughter : ‘মেয়েটা বাড়িতে একা, খোঁজ -খবর রাখিস’, কেষ্ট-কন্যা সুকন্যাকে দেখভালের পরামর্শ মমতার – mamata banerjee reportedly gives instruction to take care of anubrata mondal daughter


অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বাড়ি থেকে খুব একটা বার হন না তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। তাঁকে দিল্লিতে তলব করেছিল তদন্তকারী সংস্থা ED। যদিও আইনজীবী মারফত চিঠি দিয়ে কিছুটা সময় চেয়েছিলেন তিনি। এদিকে আপাতত আদালতের নির্দেশে অনুব্রতর ঠাঁই তিহাড়। এই অবস্থায় অনুব্রত-কন্যার ‘খোঁজ-খবর’ রাখার জন্য দলীয় নেতাদের একাংশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর এমনটাই।

Anubrata Mondal Latest News : বীরভূমের সিংহাসনে অনুব্রতই, পঞ্চায়েতে ‘সেনাপতি’-দের বাছলেন মমতা
শুক্রবার বীরভূমের নেতাদের নিয়ে কালীঘাটে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন সুকন্যার খোঁজ খবর রাখার কথা বলেন দলনেত্রী। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং দলীয় নেতা রানা সিংকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন,জানা গিয়েছে এমনটাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতার কথায়, “এদিন জেলার নেতাদের বিশেষ বার্তা দিয়েছেন দলনেত্রী স্বয়ং। সুকন্যা বাড়িতে একা রয়েছেন। তাঁর খোঁজ খবর রাখার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি।” অনুব্রত মণ্ডল বরাবর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রিয় পাত্র’ হিসেবেই পরিচিত ছিলেন।

Mamata Banerjee : তিহাড়ে কেষ্ট, বীরভূমের নেতাদের কালীঘাটে তলব মমতার, বড় সিদ্ধান্তের পথে তৃণমূল?
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরানো হলেও অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে একই পদক্ষেপ নেয়নি দল। তাঁকে বীরভূম সভাপতি পদে বহাল রেখেছে তৃণমূল। এমনকী, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরও একাধিকবার তাঁর নাম শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর মুখে।

তিনি বলেছিলেন, “কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে।” অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তৃণমূলের একাধিক নেতা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছিলেন।

Cow Smuggling Case: ফের হাজিরা এড়ালেন সুকন্যা, তলবের পরেও ED দফতরে দেখা নেই শক্তিগড়ে অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলের সঙ্গীদের
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের প্রতিবেশীদের কথায়, বাড়ির বাইরে খুব একটা দেখা যায় না সুকন্যাকে। অনুব্রত মণ্ডল থাকাকালীন বাড়ির সামনে প্রচুর মানুষের আনাগোনা ছিল। কিন্তু, বর্তমানে সেই ভিড় আর নেই। কিছু পর্যটক অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে সেলফিও নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অনুব্রত মণ্ডলের এক প্রতিবেশী বলেন, “অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন সুকন্যা মণ্ডল। খুব একটা বেশি বাড়ি থেকে বার হন না। নিরাপত্তা রক্ষীরা আগের মতোই রয়েছেন।”

Anubrata Mondal Update News: বাবার মতোই বারবার এড়াচ্ছেন ED-র হাজিরা, বড় বিপদের মুখে অনুব্রত কন্যা সুকন্যা?
উল্লেখ্য, গত বছর গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। আপাতত আদালতের নির্দেশে তিহাড়ে আছেন তিনি। সূত্রের খবর, এদিন বীরভূমের নেতা কাজল শেখকে হালকা ধমকও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিন ধরেই একাধিকবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *