Ayan Seal Promoter : ডাস্টবিন থেকে উদ্ধার চাকরিপ্রার্থীদের তালিকা! প্রকাশ্যে অয়নের আরও কীর্তি – ayan seal promoter also involved in tender scam of municipality claims ed source


West Bengal News: বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের গ্রেফতারির পর দুর্নীতির ‘সোনার খনি’-র হদিশ পাওয়া গিয়েছে বলেই আগেই দাবি করেছিল ইডি। পুরসভার চাকরিতে দুর্নীত ও প্রচুর বেনামি সম্পত্তির পর অয়নের বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগে সামনে এসেছে। ইডি সূত্রে খবর, পুরসভার টেন্ডারে একচেটিয়া দাপট ছিল শীলবাবুর। জানা গিয়েছে, পুরসভা টেন্ডার পেতে নিজেরই একাধিক সংস্থার নামে দরপত্র জমা দিতেন অয়ন শীল। এমনকী টেন্ডার পাওয়ার জন্য দুর্নীতি করা হত বলেও জানা গিয়েছে।অয়নকে গ্রেফাতারের পর আদালতে ইডি দাবি করেছিল যে, প্রচুর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, অয়নকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে পুরসভার আধিকারিকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছিল।

Recruitment Scam : ২০১২ প্রাথমিক টেটেও দুর্নীতি? অয়নের অফিসের থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য
পুরসভার কাজে বরাত পেতে হলে চার থেকে পাঁচটি কোম্পানি দরপত্র দিতে পারত। প্রভাব খাটিয়ে এবিএস ইনফোজোনের পাশাপাশি বেশ কয়েকটি ভুয়ো কোম্পানির মাধ্যমে দরপত্র জমা করত অয়ন। ফলে তাঁর হাতে থাকা সংস্থায় কাজের বরাত পেত। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই পুরসভা গুলির একটি তালিকা তৈরি করা হচ্ছে। এবং আগামী দিনে টেন্ডারের পদ্ধতি জানার জন্য তাদের কাছে তথ্য চেয়ে পাঠানো হবে। এমনকী হাইকোর্টেও রিপোর্ট আকারে তথ্য পেশ করা হবে।

Recruitment Scam : ‘রাজ্যের সর্বত্র চাকরিতে দুর্নীতি হয়েছে, সহায় একমাত্র ভগবান কৃষ্ণ!’ আদালতে বিস্ফোরক ED
অন্যদিকে অয়ন শীলকে জেরা করে পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছ। তদন্তকারী আধিকারিকদের দাবি, রাজ্যের পুরসভার গুলির মোট ৬ হাজার চাকরি বিক্রি হয়েছে। অয়নের সংস্থার সঙ্গে কতগুলি পুরসভার চুক্তি হয়েছে, এবিএস ইনফোজোনকে ইমেল করে জানতে চাওয়া হয়েছে, ইডি সূত্রে এমনটাই খবর। ইডি সূত্রে খবর, তিনটি ব্যাঙ্ককে ইমেল করে অয়নের সংস্থার অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে।

Sweta Chakraborty Model : অয়নের সৌজন্যে মডেলিং-অভিনয়ে হাতে খড়ি? শ্বেতা বললেন…
অয়নকে গ্রেফতারির আগে ৩৭ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চালিয়েছিল তদন্তকারীরা। তল্লাশি শেষে ২ ট্রলিব্যাগ ভর্তি নথি উদ্ধার হয়। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, অয়নের ফ্ল্যাটের ডাস্টবিন থেকে পুরসভার নিয়োগ সংক্রান্ত নথির হদিশ পাওয়া যায়। সেখানে ছিল চাকরিপ্রার্থীদের নামের তালিকা। সেখান থেকে একাধিক পুরসভার নামও পাওয়া গিয়েছে। ইডির দাবি, প্রথম চার থেকে পাঁচ ঘণ্টার তল্লাশিতে কিছুই মেলেনি। উল্লেখ্য, এদিন আদালতে যাওয়ার পথে শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আগামী দিনে সব সত্যি জানতে পারবেন। তদন্ত প্রক্রিয়া চলছে, সব জানা যাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *