Bratya Basu : বাম আমলের নিয়োগও ইডি-সিবিআই তদন্তের আওতায় আসুক : ব্রাত্য – education minister bratya basu slams cpim for recruitment scam


তৃণমূল ভবন থেকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রীয়ের চাকরি নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তিনি জানিয়ছিলেন, সুজনের স্ত্রী মিলি ভট্টাচার্যের নিয়োগ সংক্রান্ত অভিযোগের যাবতীয় নথি শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। শুক্রবার সুজন চক্রবর্তীর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সিপিএমকে তীব্র আক্রমণ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “সিপিএমের অভ্যেস মিথ্যে কথা বলা। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে, বর্তমানেও তাঁর অন্যথা হয়নি। আমরা বলেছি রাজ্যে যে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল চলছে, বাম জমানাকেও সেই তদন্তের আওতায় আনা হোক। কারণ একপেশে ভাবে একটি রাজনৈতিক দলের বদনাম করা হচ্ছে।”

Kunal Ghosh : পরীক্ষা না দিয়ে গড়িয়ার কলেজে চাকরি সুজনের স্ত্রীর! নথি দেখিয়ে কুণাল বললেন, ‘তদন্ত হবে’
সাংবাদিক বৈঠকে গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে সুজনের স্ত্রী মিলির চাকরি পাওয়া নিয়ে ব্রাত্য বলেন, “আমি ব্যক্তিভাবে তাঁকে চিনি না। কিন্তু ১৯৮৭ সালে দক্ষিণ ২৪ পরগণার দোর্দণ্ডপ্রতাপ নেতা শান্তিময় ভট্টাচার্যের কন্যার চাকরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময়ের সংবাদপত্রেও তা প্রকাশিত হয়েছে। আমি আমাদের দলকে সেই সময়ের সংবাদপত্র জোগাড়ের কথা বলেছি।”

Sujan Chakraborty Wife: পরীক্ষা না দিয়েই কলেজে চাকরি! স্ত্রীর বিরুদ্ধে তৃণমূলের তোলা অভিযোগ নিয়ে মুখ খুললেন সুজন
সুজনের স্ত্রীয়ের চাকরি নিয়ে তাঁর মতে, “দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ সরকার অনুমোদিত। নথিপত্র তারাই সংরক্ষণ করেন। এখন তিনি সেই চাকরি কীভাবে পেয়েছিলেন, পরীক্ষা বা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আদালতের হস্তক্ষেপে বেতন ফিরিয়ে দেবেন কিনা তা দেখতে হবে।” এদিন তৃণমূলের প্রকাশিত শ্বেতপত্রে সব তথ্যের উল্লেখ থাকবে বলেই জানিয়েছেন তিনি। সিপিএমের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, “কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না।”

ক্যাগ রিপোর্টে ২০০৯ সালের বাম আমল থেকে ২০১৭ সালের তৃণমূল আমল অবধি নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ রয়েছে। সেই প্রসঙ্গে ব্রাত্য বলেন, “আমি রিপোর্টের কথা কাল সংবাদমাধ্যমে শুনেছি। গোটা রিপোর্ট পড়ে দেখব। দেখে দিদির সঙ্গে কথা বলব। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করব।”

Recruitment Scam : অয়নের সঙ্গে বাম যোগ! তৃণমূল মুখপত্রে তদন্তের দাবি
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বৃহস্পতিবার বিস্ফোরক অভিযোগ করেছেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রসঙ্গে ব্রাত্য বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব গোটা বিষয় নিয়ে। প্রাক্তন মহাসচিবের কাছে যদি এই সংক্রান্ত কোনও নথি থাকে তা যোগাড়ের চেষ্টা করব।” এখন রাজ্য সরকার বাম আমলে হওয়া নিয়োগ নিয়ে তদন্তের নির্দেশ দেয় কিনা সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *