Calcutta High Court : নিয়োগ দুর্নীতির এবার অভিযোগ পূর্ব মেদিনীপুরের শিক্ষকের বিরুদ্ধে! মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের – calcutta high court gave permission to file case against purba medinipur teacher


Kolkata News: নিয়োগ দুর্নীতির তদন্ত এগনোর সঙ্গে সঙ্গে একের পর এক নতুন নতুন নাম সামনে আসছে। এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের। কলকাতা হাইকোর্টে কয়েকজন চাকরিপ্রার্থী এই নিয়ে অভিযোগ করেছেন। অভিযুক্ত দীপক জানা বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত। ২০১৮ সাল থেকে এখনও অবধি চাকরি দেওয়ার নাম করে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।Group C Recruitment: অবশেষে খুশি চাকরিপ্রার্থীরা, শুরু হল গ্ৰুপ সি পদে নিয়োগের কাউন্সেলিং
এদিন প্রতারণা মামলায় তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ গ্রুপ সি, ডি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষক পদ ছাড়াও যে কোনও সরকারি দফতরের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠেছে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। চাকরিপ্রার্থীদের দাবি, এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা হয়নি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

SSC Recruitment : জট কাটিয়ে উচ্চ প্রাথমিকে নিয়োগ? আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানি
আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে গিয়েছে। তদন্ত শুরু হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে বেলাগাম দুর্নীতি সামনে এসেছে। আদালতের রায়ে ইতিমধ্যেই প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, ডি সহ একাধিত ক্ষেত্রে কর্মরত অযোগ্য প্রার্থীদের চাকরি গিয়েছে। গ্রেফতারির মুখে পড়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিক্ষা প্রশাসনের কর্তারা।

বেনিয়মে পাওয়া চাকরি হারানোর পর অনেকের সমস্যার মধ্যে পড়েছেন। সম্প্রতি তাঁদের পাশে দাঁড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আলিপুর আদালত চত্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তবে দয়া করে ছেলেমেয়েগুলোর চাকরি খাবেন না। ওরা কোনও দোষ করেনি। দরকার হলে আমাকে মারুন, কিন্তু ওদের চাকরি খাবেন না।” এমনকী চাকরিহারাদের পুনরায় সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদনও করেন মুখ্যমন্ত্রী।

Calcutta High Court: দুর্গাপুরে একই পরিবারের ৪ জনের মৃত্যুতে নিয়োগ দুর্নীতির ছায়া! CBI তদন্তের আর্জি হাইকোর্টে
অন্যদিকে গ্রুপ সি-র চাকরিহারাদের আবেদন শুনতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি- শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু, কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ ছেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল চাকরিহারা প্রার্থীরা। কিন্তু, তাতে স্থগিতাদেশ দেয়নি আদালত। এই নির্দশের পর গ্রুপ সি নিয়োগে আর কোনও বাধা রইল না। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারান ৮৪২ জন কর্মী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *