DA Protest News : শো-কজের উত্তর নিচ্ছেন না স্কুল ইনস্পেক্টররা, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শিক্ষকদের – school inspectors are not responding show cause teachers are in protes in jalpaiguri


West Bengal News : ধর্মঘটিদের শো-কজ করে শো-কজের উত্তর নিচ্ছেন না স্কুল ইনস্পেক্টর বা SI-রা। আর এর প্রতিবাদের SI অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখালেন শিক্ষকরা। এর পরেও শো-কজের উত্তর না নিলে সমস্ত জায়গার শিক্ষকরা জেলা প্রথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ ঘেরাও করা হবে বলে জানিয়েছেন ABPTA জেলা সম্পাদক বিপ্লব ঝা। গত ১০ মার্চ বকেয়া DA, শুন্য পদে শিক্ষক নিয়োগ সহ বেশ কিছু দাবিতে ধর্মঘট করে ছিল বামপন্থী শিক্ষক সংগঠন গুলি।

এই ধর্মঘটের পরেই জেলার প্রায় ১ হাজার শিক্ষকে শো-কজ করা হয় কেন সরকারি নির্দেশ অমান্য করে তারা বনধে সামিল হয়েছিল। গতকাল সন্ধ্যায় এই শো-কজের চিঠি দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের। চিঠি পাওয়ার পরেই আজ জেলার ১৮ টি সার্কেল অফিসে এই চিঠির উত্তর দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকারা যেতেই দেখা যায় সেখানে দফতরের কেউ নেই। সেই কারণেই তাদের চিঠি কেউ রিসিভ করছে না।

Kazi Nazrul University : হাইকোর্টের দ্বারস্থ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উপাচার্যকে ‘গো ব্যাক’ স্লোগান ক্যাম্পাসে! উত্তেজনা
এর পরেই রাজগঞ্জ, ধুপগুড়ি সহ বিভিন্ন জায়গাতে শিক্ষক শিক্ষিকারা অবস্থান বিক্ষোভ শুরু করে৷ পাশাপাশি সমস্ত সার্কেল অফিসে এই শিক্ষক শিক্ষিকারা লাল আবির মেখে মিষ্টি মুখ করে তাদের আন্দোলনের নৈতিক জয় জন্য উল্লাস করেন৷

এই বিষয়ে ABPTA জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, “১০ মার্চ আমরা সফলভাবে ধর্মঘট পালন করেছি। আর ধর্মঘট সফল দেখেই সরকার ভয় পেয়ে যায়। তাই ধর্মঘটে অংশগ্রহন করা শিক্ষকদেরকে সরকার শো-কজ নোটিশ জারি করে। সেই অনুযায়ী সমস্ত শিক্ষকই শো-কজের চিঠির উত্তর দেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু আজ সেই চিঠি কেউ রিসিভ করেননি।”

Teacher Transfer : শিক্ষক বদলিতেও লেনদেন, শুরু তদন্ত
তিনি আরও বলেন, “এভাবে রিসিভ না করতে করতে যখন উত্তর দেওয়ার সময় পেরিয়ে যাবে, তখন সরকার বলবে যে শিক্ষকরা শো-কজের উত্তর দেননি। এভাবে চলতে পারে না। জেলা প্রথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ ঘেরাও করা হবে।”

DA আন্দোলনের নেতৃত্বে রয়েছেন শিক্ষকরাই। সরকারি স্কুলের শিক্ষকদের পাঠানো নোটিশে বলা হয়েছে, গত ১০ মার্চ তাঁরা কেন অফিসে আসেননি, তার সন্তোষজনক জবাব না পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে। জবাব সন্তোষজনক না হলে এক দিনের বেতন কাটা যাবে।

DA Protest In West Bengal : ধর্মঘটে স্কুলে গরহাজির, শো-কজ শিক্ষকদের
পাশাপাশি কর্মজীবন থেকে একদিন বাদ পড়বে। পেনশন এবং গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধায় সামান্য প্রভাব পড়তে পারে এর জেরে। শোকজের জবাব সরাসরি জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঠাতে হবে ধর্মঘটের দিন অনুপস্থিত শিক্ষকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *