Gaatchora Serial: বদলাচ্ছে সিংহরায় বাড়ি! কোন চমক দিতে চলেছে খড়ি-ঋদ্ধি – gaatchora serial is about to end know the details about new twist coming in serial


শোনা যাচ্ছে টলিপাড়ায় নাকি শেষ হতে চলেছে আরও এক ধারাবাহিক। এবার গাঁটছড়া (Gaatchora) ধারাবাহিক বন্ধের খবর শোনা যাচ্ছে। ধারাবাহিক শেষ হতে চলেছে কী না তা জানা না গেলেও ধারাবাহিকে নতুন মোড় আসতে চলেছে বলেই জানা যাচ্ছে। খড়ি-ঋদ্ধি, রাহুল-দুতির পর বনি-কুণালের কেমিস্ট্রিতেও মজলনা দর্শকের মন। টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, একেবারে শেষের পথে নাকি গাঁটছড়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *