Gour Banga University : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরেই আক্রান্ত অধ্যাপক, TMCP কর্মীদের সঙ্গে বচসার জের? – gour banga university tmcp workers allgedly beat professor


Malda News : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আক্রান্ত হলেন এক অধ্যাপক। মালদা জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ। নিগৃহীত অধ্যাপকের নাম সৌগত বাগচী। এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই আরেক অধ্যাপক ও বেশ কিছু TMCP কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের ঘরের সামনেই মারধর করা হয় ওই অধ্যাপককে।

Cooch Behar Polytechnic College : ‘এত কড়া চেকিং কেন?’ পরীক্ষার্থীদের তুমুল বিক্ষোভ কোচবিহার পলিটেকনিক কলেজে
নিগৃহীত অধ্যাপক সাউথ মালদা কলেজের বাংলা বিভাগে কর্মরত বলে জানা গিয়েছে। আজ শুক্রবার তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এসেছিলেন পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য। সেখানেই তার সঙ্গে এই TMCP কর্মীদের বচসা হয় বলে জানা গিয়েছে। আর সেখানেই চলে ব্যাপক মারধর, এমনই অভিযোগ করা হয়েছে। অভিযোগ এক অধ্যাপকের নেতৃত্বে মারধর করা হয় এই অধ্যাপককে।

Kazi Nazrul University : হাইকোর্টের দ্বারস্থ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উপাচার্যকে ‘গো ব্যাক’ স্লোগান ক্যাম্পাসে! উত্তেজনা
এই বিষয়ে আক্রান্ত অধ্যাপক সৌগত বাগচী বলেন, “সৌগত পাল নামের এই বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক আছেন, যার নেতৃত্বে বেশ কিছু TMCP কর্মী আমাকে মারধর করেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের ঘরের সামনেই আমাকে মারধর করেছে। আজ বেলা ১১টা ৩০ মিনিটের পরে আমার এখানে কিছু পরীক্ষার খাতা জমা দিতে আসার কথা ছিল। সেই সময়েই আমি আসি এখানে। তখনই মারধর করা হয়”।

Paschim Medinipur : শ্বশুরবাড়িতেই গৃহবধূর রমরমিয়ে পরকিয়া! ধরা পড়তেই…
সৌগত বাগচী আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতরকার সূত্র মারফত জানতে পেরেছি, এই সৌগত পালই এখন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে বকলমে চালিত করেন”। কেন তাঁকে মারধর করা হয়েছে এই বিষয়ে খোলসা করে কিছু না বললেও অধ্যাপক সৌগত বাগচীর মতে, খাতা জমা দেওয়া নিয়ে এক কর্মীর সঙ্গে কিছু বাদানুবাদের জেরেই এই ঘটনা বলে তিনি মনে করছেন।

Higher Secondary Examination : টুকলি করতে বাধা দেওয়ায় প্রতিবাদে ভাঙচুর পরীক্ষার্থীদের! বিশৃঙ্খলা রুখতে আসরে পুলিশ
অভীক, রাজু ঘোষ সহ বেশ কিছু TMCP কর্মীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত অধ্যাপক। এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপক সৌগত পালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি। প্রশ্ন করা হলে তিনি হেসে পাশ কাটিয়ে চলে যান। এদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের কোনও ঘটনা ঘটার কথা অস্বীকার করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডঃ বিশ্বরূপ সরকার।

সাংবাদিকদের তিনি বলেন, “আমি এরকম কোনও ঘটনার কথা শুনিনি, এরকম কোনও ঘটনাও ঘটেনি”। আক্রান্ত অধ্যাপক এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন একথা শোনার পড়ে কন্ট্রোলার বলেন, “যে কেউ যা খুশি অভিযোগ করতেই পারেন। তার মানেই যে ঘটনাটি ঘটেছে এমন কোনও মানে নেই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *