দমদমের এক ব্যক্তির নামে ভূতুড়ে জীবনবিমা! ৫০ হাজার টাকার পলিসি, যা নিয়ে রীতিমতো বিপাকে পড়ে পুলিশের দারস্থ ওই ব্যক্তি।

হাইলাইটস
- জীবনবিমা পলিসি করা হয়েছে তাঁর নামে।
- ৫০ হাজার টাকার ওই পলিসির প্রথম প্রিমিয়াম বাবদ জমা হয়েছে প্রায় ১,৪০০ টাকা।
- তবে তাঁর অ্যাকাউন্ট থেকে কোনও টাকা তুলে নেওয়া হয়নি।
গত কয়েক মাসে ওই অফিসেও তিনি যাননি বলেই তাঁর দাবি। নিয়ম অনুযায়ী, জীবনবীমা পলিসি করলে সেখানে এজেন্টের নাম থাকে। কিন্তু, যে নথি তাঁকে পাঠানো হয়েছে সেখানে কোনও এজেন্টের নাম ছিল না। পুরো ঘটনাটি বিমা সংস্থার অফিসে জানানোর পাশাপাশি লেকটাউন থানাতেও অভিযোগ জানিয়েছেন বিশ্বজিৎ। পুলিশের বক্তব্য, ওই ব্যক্তির নথি জোগাড় করেই পলিসি চালু করা হয়েছে। কী কারণে এমনটা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বজিৎ বলছেন, ‘আমি পুরো অন্ধকারে। কেন এমনটা করা হয়েছে, এর পিছনে কী কারণ- তা কিছুই বুঝে উঠতে পারছি না।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ