ফের ভোগান্তির মুখে অফিস ফেরত যাত্রীরা। ব্যস্ত সময়ে ফের ভোগান্তির মুখে লোকাল ট্রেনের যাত্রীরা। জানা গিয়েছে এদিন নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে রেললাইনে গোলযোগ দেখা যায়। সেই কারণে কিছুক্ষণ সময়ের জন্য শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যহাত হয়। শিয়ালদা থেকে নৈহাটি শাখায় মেন লাইনে দু’দিকেই বেশ কিছু ট্রেন আটকে পড়েছে। ট্রেন বন্ধ হওয়ার কারণে অফিস ফেরত প্রচুর যাত্রী সমস্যার মধ্যে পড়েন। অসংখ্য মানুষ শিয়ালদা, বিধাননগর ও দমদমের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আটকে পড়ে। অন্যদিকে নৈহাটি থেকে শিয়ালদার দিকে আসা যাত্রীদেরও হয়রানির মুখে পড়তে হয়। নৈহাটি ও হালিশহরের মা
Sealdah-Naihati Local Train : দু-আড়াই ঘণ্টা ‘লেট’ ট্রেন, নিত্য যন্ত্রণায় হিমশিম মেন লাইনের যাত্রীরা
লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস টেনও আটকে পড়েছিল বলে জানা গিয়েছে। চরম হয়রানির মুখে পড়েন যাত্রীরা। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভবিক হতে শুরু করে। বিধাননগরে স্টেশনে আটকে পড়া এক যাত্রী অঞ্জু কুণ্ডু বলেন, “আমি বিধান নগরে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি প্রত্যেকদিন নৈহাটি লোকাল ধরি, কিন্তু এদিন তা পাইনি। শেষ বজবজ লোকালে করে বাড়ি ফিরেছি। যা শুনলাম সিগনালিংয়ের সমস্যার জন্য অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিল। যে দূরত্ব ৩০ মিনিট সময় লাগে, তা পাড় হতে এদিন অনেকটাই সময় লেগেছে।”
Howrah Amta Local : হাওড়া ঢোকার মুখে লাইনচ্যুত আমতা লোকাল, যাত্রীরা সুরক্ষিত
আরেক যাত্রী অভিষিক্তা চক্রবর্তী বলেন, “আমি নৈহাটিতে থাকি, অফিস থেকে বাড়ি ফেরার মতো কোনও ট্রেন পাচ্ছি না। খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। কখন ট্রেন পেয়ে বাড়ি ফিরব তা বলতে পারব না।”
আরও জানতে রিফ্রেশ করুন…