Madan Mitra-Sweta Chakraborty : পুরসভায় গিয়ে শ্বেতার মুখোমুখি বিধায়ক মদন, কী প্রশ্ন করলেন ‘কালারফুল বয়’? – trinamool congress mla meets sweta chakraborty in kamarhati municipality


নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের গ্রেফতারির পর থেকে গোটা রাজ্যে একটি নাম নিয়ে তুমল চর্চা শুরু হয়েছে। তিনি শ্বেতা চক্রবর্তী। কামারহাটি পুরসভার সহকারী ইঞ্জিনিয়ারের সঙ্গে ধৃত প্রোমোটারের সম্পর্ক নিয়ে আগ্রহ তুঙ্গে। বিনা নোটিশে তিনদিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার পুরসভায় কাজে যোগ দিয়েছেন শ্বেতা। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করতে পুরসভায় হাজির কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

Madan Mitra

শ্বেতার সঙ্গে কথা মদনের। নিজস্ব ছবি।


গলায় লাল গোলাপের মালা পরে পুরপ্রধান গোপাল সাহাকে সঙ্গে নিয়ে এদিন কামারহাটি পুরসভায় আসেন তৃণমূল বিধায়ক। সেখানে গিয়ে শ্বেতা চক্রবর্তীর সামনে গিয়ে দাঁড়ান মদন। তাঁকে দেখেই নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান শ্বেতা। নিয়োগ দুর্নীতির তদন্ত নামে উঠে আসা মডেলের দিকে ‘কালারফুল বয়’ মদনের প্রশ্ন, ‘তুমি তো শ্বেতা, বাড়ি কোথায়?’ জবাবে অয়নের ঘনিষ্ঠ বলেন, ‘নৈহাটিতে থাকি’, মদনের পালটা জবাব ‘ও আছ্ছা।’ এই বলে সেখান থেকে বেরিয়ে যান কামারহাটির বিধায়ক।

Sweta Chakraborty Ayan Sil: অয়ন ঘনিষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতার চাকরিও আতস কাচের তলায়, মুখ খুলল পুরসভা
অন্যদিকে এদিন তাঁর অফিসে সাংবাদিকদের দেখে খানিক বিরক্তই হন শ্বেতা। মদনের সঙ্গে তাঁর কী কথা হয়েছে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেন, “আমার নাম আর বাড়ি কোথায় জিজ্ঞেস করেন। উনি আমাদের বিধায়ক, অফিসে আসতেই পারেন।” এরপরই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন যে তিনি কাল থেকে অফিস করছেন কিনা। সেই প্রশ্নের জবাবে শ্বেতা বলেন, “হ্যাঁ, গতকাল থেকে আমি অফিস করছি। আমি কী আপনাদের জন্য শান্তিতে স্বাভাবিক জীবনযাপনও করতে পারব না? আপনারা এভাবে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন। আমি কী কাজও করতে পারব না। আমাকে দয়া করে কাজ করতে দিন।”

কামারহাটি পুরসভা সূত্রে খবর. বিনা নোটিশে তিনদিন ছুটি নিয়েছিলেন শ্বেতা। সরকারি নিয়ম অনুযায়ী বিনা নোটিশে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কোনও সরকারিকর্মী তিনদিনের বেশি ছুটি নিতে পারেন না। শ্বেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটার পরিকল্পনা করছিল কামারহাটি পুরসভা। এমনকী তাঁকে শোকজের চিন্তাভাবনাও করা হচ্ছিল। তার আগেই কাজে যোগ দেন শ্বেতা।

Sweta Chakraborty : বিনা নোটিশে টানা কামাই, শ্বেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কামারহাটি পুরসভার?
উল্লেখ্য, শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের অফিস থেকে উদ্ধার নথিতে শ্বেতার নাম পাওয়া যায়। তাঁর অ্যাকাউন্টে অয়নের অ্যাকাউন্ট থেকে ৫৫ লাখ টাকা যাওয়ার অভিযোগও ওঠে। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথা অস্বীকার করেন শ্বেতা। ফ্ল্যাটের টাকা ফেরত দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *