Mamata Banerjee : তিহাড়ে কেষ্ট, বীরভূমের নেতাদের কালীঘাটে তলব মমতার, বড় সিদ্ধান্তের পথে তৃণমূল? – mamata banerjee will meet birbhum trinamool congress leaders


West Bengal News: অনু্ব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূম গিয়ে সংগঠনের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলায় দলের সংগঠন পরিচালনার জন্য ৭ সদস্যের কোর কমিটি গড়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আপাতত বীরভূমের জেলার সভাপতি কেষ্টর স্থানীয় ঠিকানা দিল্লির তিহাড় জেল। এই অবস্থায় ফের বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা। শুক্রবার কালীঘাটে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক করবেন মমতা। শুক্রবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠক থেকে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূলনেত্রী।

গোরুপাচার কাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারির পর একাধিকবার প্রকাশ্যেই তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়ছে মমতা সহ তৃণমূল নেতৃত্বকে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে ছেঁটে ফেলার পথেই হেঁটেছে শাসকদল। তবে অনুব্রতর বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। এদিনের বৈঠকের পর তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিনা, সেই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

Anubrata Mondol News: রাতে চলছে অক্সিজেন, ED হেফাজতে অসুস্থ অনুব্রত মণ্ডল
শুক্রবার কালীঘাটে নেতাদের সঙ্গে বৈঠকে মমতা জানিয়েছিলেন যে এখন থেকে প্রত্যেক মাসের শুক্রবার তিনি জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পুরী থেকে ঘুরে আসার পর কালীঘাটে ডাকা হয়েছে বীরভূমের জেলার নেতাদের। তৃণমূল সূত্রে খবর, বীরভূমের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি, পুর চেয়ারম্যান, শহর-অঞ্চল সভাপতি সহ শাখা সংগঠনের সব নেতৃত্বকেই ডাকা হয়েছে। সূত্রের খবর, দুপুর ২টো থেকে শুরু হবে এই বৈঠক।

Anubrata Mondal In Tihar : অতি কষ্টে কেষ্ট এখন ‘ছোট বিষয়’
গোরুপাচার মামলায় ২০২২ সালে ১১ অগস্ট কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে বেআইনি আর্থিক লেনদেন মামলায় কেষ্টকে গ্রেফতার করে ইডিও। তবে বরবারই অনুব্রতর পাশে থাকতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বে। নেতাজি ইন্ডোরে দলীয় সভা থেকে মমতা বলেছিলেন, “কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে।” মন্ত্রী ফিরহাদ হাকিমও অনুব্রতকে ‘বীরভূমের বাঘ’ বলে উল্লেখ করেন।

Anubrata Mondal Latest News: হেফাজতে বারবার অসুস্থ অনুব্রত, রাতে দফতরে চিকিৎসক রাখার ভাবনা ED-র
সম্প্রতি গোরুপাচার মামলা অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। আদালতের নির্দেশে তাঁর ঠাঁই এখন তিহাড় জেলে। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে একাধিকবার দিল্লিতে তলব করা হলেও তিনি সেখানে যাননি। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারে বলে ইডি, এমনটাই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *