Mamata Banerjee Meet: বীরভূমের রাজনীতিতে ছন্দপতন! মমতার বৈঠকের আগেই দলত্যাগ নলহাটির TMC নেতার – tmc leader resign just before birbhum special meet with mamata banerjee


Anubrata Mondal Birbhum News: পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতহীন বীরভূম দেখার দায়িত্ব নিজে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই বড় সিদ্ধান্তের পথে শাসক দল বলে সূত্রের খবর। ওড়িশা থেকে ফিরেই বীরভূমের নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, কেষ্টকে নিয়ে হতে পারে বড় সিদ্ধান্ত। কিন্তু, সেই বৈঠকের আগেই বীরভূমের রাজনীতিতে ছন্দপতন। তৃণমূল সুপ্রিমোর বৈঠকের ঠিক আগের মুহূর্তেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দলত্যাগ করলেন নলহাটির তৃণমূল নেতা।Mamata Banerjee : তিহাড়ে কেষ্ট, বীরভূমের নেতাদের কালীঘাটে তলব মমতার, বড় সিদ্ধান্তের পথে তৃণমূল?

অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে, এতদিন পর্যন্ত তার কাঁধেই ছিল বীরভূম জেলার সংগঠনের দায়িত্ব। তার অবর্তমানে সেই দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। সেই মর্মেই বীরভূম তৃণমূলের সর্বস্তরের ৩০০-র বেশি নেতৃত্বকে শুক্রবার কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়ে দল ছাড়লেন নলহাটির তৃণমূলের অঞ্চল সভাপতি।

Mamata Banerjee: পঞ্চায়েতের আগে ফোকাস জেলা, ৩দিন জেলাভিত্তিক বৈঠক মুখ্যমন্ত্রীর

নলহাটি 1 নম্বর ব্লকের বাউটিয়ার অঞ্চল সভাপতি মৃগাঙ্ক মন্ডল। দুই মাস আগে তার ছেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। সেই সময় পারিবারিক সমস্যার কারণে তিনি পথ থেকে অব্যাহতি চেয়ে নলহাটির বিধায়ককে একটি চিঠি পাঠান। অভিযোগ,”সেই সময় বিধায়ক তাকে কটাক্ষ করে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন, ২০২১ সালেই নাকি সরানো হয়েছে মৃগাঙ্ককে ।” আর এরপরই দলত্যাগের সিদ্ধান্ত নেন এই তৃণমূল নেতা । সিদ্ধান্ত মত কালীঘাটের বৈঠকের ঠিক আগের মুহূর্তেই দলত্যাগ করলেন তিনি।

Mamata Banerjee News : ‘…সংগঠন আগের থেকে ভালো’, পঞ্চায়েতের আগে দলনেত্রীর প্রশংসায় আত্মবিশ্বাসী জেলা সভাপতি

এই বিষয়ে ক্ষোভ উগড়ে মৃদঙ্গ মন্ডল জানান, “আমি পারিবারিক কারণে পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। তার পরিবর্তে আমাকে কটাক্ষ করা হয়েছে। বিধানসভা ভোটে বাউটিয়া অঞ্চল পিছিয়ে পড়েছিল। এতদিন বাদে বলা হয় সেই কারণে নাকি আমাকে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু, লোকসভায় তো বিধায়ক ও তার ভাইয়ের এলাকার ফলও ভালো হয়নি তাহলে তাঁকে কেন নিষ্ক্রিয় করা হল না? “

Sukanta Majumdar : ‘বর ছাড়া বিয়ে হয় নাকি?’ বিরোধী জোটের মুখ নিয়ে অখিলেশকে কটাক্ষ সুকান্তর

এই বিষয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখার্জি জানান, “মৃগাঙ্ক মন্ডল বিধানসভা নির্বাচনের আগেই দলের সঙ্গে কোন সম্পর্ক রাখেনি, না যোগদান করেছে কোন দলীয় কর্মসূচিতে। তাই নতুন করে পদত্যাগ পত্রের কোন প্রশ্নই আসে না ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *