Rahul Gandhi News: মানহানি মামলায় সুরাট আদালতের রায়ে দু’বছর জেলের সাজা হতেই খারিজ রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ। সেই ঘটনায় প্রবল শোরগোল জাতীয় থেকে রাজ্য রাজনীতিতে। মোদী সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপ বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা বলে প্রতিবাদে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর সেই পদক্ষেপকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।এদিন সংবাদমাধ্যমের সামনে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, ”কোর্টে এই নির্দেশে উনি আতঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে একাধিক রাজ্যে এই ধরনের কেস আছে। বিশেষত মুম্বইতে উনি যে জাতীয় সংগীতের (National Anthem) যে অপমান করেছেন, তার জন্য মুম্বইয়ের নিম্ন আদালত রায় রির্জাভ রেখেছেন। উনি এখন হাইকোর্টে আপিল করেছেন। এখন ভয়ে কাঁপছেন যে আমারও পরিণতি রাহুলের মতো হতে পারে।”
এখানেই শেষ নয়, রাহুল গান্ধী সাংসদ পদ খারিজের সমর্থনে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ”কোনও সন্দেহ নেই যে এই রায় প্রমাণ করে দিয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তা তিনি যতই প্রভাবশালী ও শক্তিশালী হন না কেন। এখানে সাধারণ মানুষের জন্য যা আইন, পাঁচ বছর ধরে ভারতে শাসন সামলানো পরিবারের সদস্যের জন্যেও আইনটা সমান। এই দেখেই তো ভয়ে আছে নিজে।”
