Recruitment Scam Ayan Seal: অয়ন শীল ইডি-এর জালে জড়াতেই বেপাত্তা টাকা তোলার ‘এজেন্ট’ শমীক – ayan seal has a agent named shamik who was also allegedly involve in recritment scam


নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্যান্ডোরা বক্স থেকে রোজই বাইরে আসছে নতুন নতুন চরিত্রের নাম। এবার সামনে এল শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের ছায়াসঙ্গী কাম এজেন্টের নাম। জানা গিয়েছে, অয়ন শীলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই এলাকা ছাড়ে অয়ন ঘনিষ্ঠ শমীক চৌধুরী। এক সময়ের এল আই সি এজেন্ট (LIC Agent) শমীক ক্রমে অয়ন ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।নিয়োগের নামে টাকা তোলার অভিযোগ ছিল অয়নের বিরুদ্ধে,সেই কাজে সঙ্গী ছিলেন শমীক।অয়ন চুঁচুড়া ছাড়ার পর শমীকের বাড়িতে পাওনাদাররা গিয়ে ঝামেলা করতে থাকে।

Ayan Sil Recruitment Scam: ‘…ও এমন করেছে!’ বিশ্বাসই করতে পারছেন না শান্তনু ঘনিষ্ঠ অয়নের প্রতিবেশীরা

হুগলির চকবাজার এলাকায় দোতলা বাড়ি শমীকের।কিন্তু সেই বাড়িতে বেশি দিন থাকেননি।বছর খানেক আগে চকবাজারের দোতলা বাড়ির নিচের তলা ভাড়া দেওয়া হয় এক পরিবারকে। এগ্রিমেন্ট করে ভাড়া দেন শমীক ওরফে বাপ্পা। ভাড়াটিয়া প্রদীপ দাস বলেন, ”মাসে মাসে ভাড়া দিই। কোনও কোনও মাসে বাড়ি এসে ভাড়া নিয়ে যায় শমীকের স্ত্রী। গতমাসে শেষবারের মত এসেছিলেন।”

Recruitment Scam West Bengal: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০-৬০ কোটি টাকার লেনদেন! চাঞ্চল্যকর তথ্য শোনালেন অয়ন শীলের ফ্ল্যাট মালিক

ভাড়াটিয়ার দাবি,”শমীক এখন কলকাতায় থাকেন,তবে কোথায় থাকে জানি না।আগে শুনেছিলাম যে ধরা পড়েছে। তারপর আর কোন যোগাযোগ ছিল না। একদিন ব্যালকনিতে বসেছিল শমীক।জিজ্ঞাসা করেছিলাম ভাড়া দেবে কিনা। তারপর এগ্রিমেন্ট হয়েছিল। শমীকই এগ্রিমেন্ট করে। ভিতরের ব্যাপার জানতাম না। আমাদের বলে, কলকাতায় হোটেল করেছি, সেখানে থাকে বলে এই বাড়ি ভাড়া দেয়।”

WB Recruitment Scam : অয়ন সূত্রে ৩২ অ্যাকাউন্টে নজর

এদিকে সল্টলেকে অয়ন শীলের একটি হোটেলের খোঁজ মেলে। শমীকের নামে সেই হোটেল বলে জানা গিয়েছে। অয়ন গ্রেফতারের পর তাঁর ঘনিষ্ঠরা এখন ইডি স্কানারে রয়েছে। বিভিন্ন জায়গায় অয়নের সম্পত্তির খোঁজও মিলছে। সেই সূত্রে নাম ওঠে শমীকেরও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *