Recruitment Scam West Bengal: নিয়োগ দুর্নীতিতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষকের নাম! অয়নের সঙ্গে বিজেপি নেতার যোগের অভিযোগ – one teacher job seeker complain about bjp leader abbas ali allegedly who had a link with ayan seal


নিয়োগ দুর্নীতি কাণ্ডে সামনে এল আরও এক চরিত্র। টাকা দিয়ে চাকরি বিক্রির অভিযোগে এবার সামনে এল পান্ডুয়ায় এক শিক্ষকের নাম। যিনি প্রাক্তন তৃণমূল নেতা, বর্তমানে আছেন বিজেপিতে। নাম আব্বাস আলি। তিনি পান্ডুয়ার দাবরা হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন। রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন আব্বাস আলি ।পান্ডুয়া পঞ্চায়েতের তৃণমূলের সদস্য হন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ অয়ন শীলের নিয়োগ দুর্নীতি চক্রে যুক্ত থাকার অভিযোগ করছেন পান্ডুয়ার গৃহবধূ নাসিরা খাতুন।Sweta Chakraborty Ayan Sil: অয়নের অ্যাকাউন্ট থেকে শ্বেতার ব্যাঙ্কে পাঠানো টাকার উৎস কী? মুখ খুললেন মডেল-অভিনেত্রী

নাসিরার চাঞ্চল্যকর অভিযোগ, ২০১৫ সালে আব্বাস আলিকে তিনি পাঁচ লাখ টাকা দিয়েছিলেন স্কুলে চাকরির জন্য। তাঁর মতো আরও কয়েকজনও টাকা দেয়।টেট পরীক্ষা দিয়েছিলেন নাসিরা। বিকাশ ভবনে তাদের নিয়ে গিয়ে ইন্টারভিউ নেওয়া হয়। নাসিরার দাবি, বিকাশ ভবনের পিছন দিকে তাদের নিয়ে যাওয়া হয়।সেখান থেকে গাড়ি করে আট জন আটজন করে তুলে বিকাশ ভবনের দোতলায় নিয়ে যাওয়া হয়।সেখানে একটা ডায়েরিতে একজন নাম আর ফোন নম্বর লিখে নেন। ব্যাস ইন্টারভিউ হয়ে যায়।

Sweta Chakraborty Model : অয়নের সৌজন্যে মডেলিং-অভিনয়ে হাতে খড়ি? শ্বেতা বললেন…

এরপর চাকরি না হওয়ায় আব্বাস আলির থেকে টাকা ফেরত চাইলে আব্বাস অয়ন শীলের নাম করে। অয়ন শীলের ফ্ল্যাটেও গিয়েছিলেন তারা বলে জানান নাসিরা। সেখানে অয়ন শীল তাদের একটি কাগজ বের করে দেখান। আর বলেন, লিস্টে যাদের নাম নেই তাদের হবে না। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আব্বাসকে ধরেন নাসিরা সহ আরও কয়েকজন।পুলিশেও জানানো হয় তাতে অবশ্য কিছু লাভ হয়নি।

Sweta Chakraborty Ayan Sil: অয়ন ঘনিষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতার চাকরিও আতস কাচের তলায়, মুখ খুলল পুরসভা

আব্বাস আলি জানান,তিনি অয়ন শীলকে চিনতেন পান্ডুয়া পঞ্চায়েত থেকে।পরে নিজে ওই পঞ্চায়েতে তৃণমূল সদস্য হন।২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।সেই থেকে তাঁর অনেক শত্রু। তিনি কারও থেকে টাকা নেননি। তবে দেবানন্দপুরের শ্রীকুমার চট্টোপাধ্যায় টাকা তুলেছিলেন অয়নের হয়ে।সেটা তিনি জানতেন। শ্রীকুমার তাঁকে বিষয়টি বলেছিলেন। তাঁর কাছে যারা এসেছিল সে সময় চাকরির বিষয়ে জানতে তাদের আমি বলেছিলাম শ্রীকুমারদা খুব ভালো মানুষ তাকে বিশ্বাস করা যায়।কিন্তু অয়ন শীলের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না বলে দাবী আব্বাস আলির।

Ayan Seal Recruitment Scam: অমায়িক ব্যবহার মালিকের, অয়ন শীলের দুর্নীতি যোগ মানতেই পারছেন না পেট্রল পাম্প কর্মীরা

এই প্রসঙ্গে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, ”চোরের মায়ের বড় গলা। চিৎকার করে লাভ নেই। দীর্ঘদিন ধরে এরা দুর্নীতির সঙ্গে যুক্ত। সুকান্ত মজুমদার, শুভেন্দু, লকেট এরা চোর ধরো জেল ভরো বলে চিৎকার করছে। ওদের ধরবে কে? আমি তো শুনেছিলাম অয়ন শীলের সঙ্গে ওদের ভালো সম্পর্ক ছিল। সিপিএম-এরও তো সব ধরা পড়ছে। আমাদের দলে কেউ দুর্নীতিতে যুক্ত হলে তাঁকে বের করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে দলটা তৈরি করেছেন। তিনি কারওকে কিন্তু চুরির কথা বলেননি। কেউ চুরি করলে তাঁকে বের করে দেওয়া হয়। এখন আমি দেখতে চাই বিজেপি এঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।”

Madan Mitra-Sweta Chakraborty : পুরসভায় গিয়ে শ্বেতার মুখোমুখি বিধায়ক মদন, কী প্রশ্ন করলেন ‘কালারফুল বয়’?

হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সুরেশ সাউ এই অভিযোগ শুনে বলেন, ”সত্যি যদি এরকম ঘটে থাকে অবশ্যই ব্যবস্থা নেবে দল। তৃণমূল যেমন অনুব্রত মণ্ডলকে ছেড়ে রেখে দিয়েছে তেমন ছেড়ে রাখবে না। আমাদের দল এমন নয়। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা দলই এমন দল যে দোষী প্রমাণিত হলে নিজের দলে কার্যকর্তাকেও ছাড়ে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *