South 24 Parganas News : মাঝ সমুদ্রে জাল টানতে গিয়ে অসুস্থ, প্রাণ হারালেন এক মৎস্যজীবী – south 24 parganas a fisherman died during while pulling net


West Bengal Local News : গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে গিয়ে মৃত্যু হল ফ্রেজারগঞ্জের এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবী দুলাল প্রামাণিক (৫০)। মাছ ধরতে গিয়ে ট্রলারের মধ্যেই অসুস্থ হয়ে যান তিনি। দ্রুত তাঁকে উপকূলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হলেও বাঁচানো যায়নি। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মৎস্যজীবী নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দা। গত ২১ মার্চ মঙ্গলবার মৎস্য শিকারের উদ্দেশ্যে বের জন দুলাল। এফবি রিয়া নামে একটি ট্রলারে সহকর্মী মৎস্যজীবীদের সঙ্গে মাছ ধরার জন্য বাড়ি থেকে রওনা দেন। তারপর বৃহস্পতিবার আনুমানিক রাত্রি বারোটা নাগাদ গভীর সমুদ্রের ট্রলার-এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দুলাল প্রামাণিক।

Jalpaiguri News : পায়ে বাঁধা আংটি, ফোন নম্বর! পায়রা ঘিরে রহস্য
তড়িঘড়ি দুলাল প্রামাণিককে নিয়ে এফবি রিয়া ট্রলারটি উপকূলের উদ্দেশ্যে রওনা দেয়। ওই ট্রলারের অন্যান্য মৎস্যজীবীরা জানিয়েছেন, মাছ ধরতে যাওয়ার সময় দুলাল প্রামাণিকের সেরকম কোনও অসুস্থতা লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার জাল ফেলে মাছ ধরার সময়ই সে হঠাৎ অসুস্থতা বোধ করে। জাল ছেড়ে ট্রলারের মধ্যেই বসে পড়ে দুলাল। ট্রলারের সহকর্মীরা জানিয়েছেন, তাঁদের ধারণা দুলাল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ ট্রলারটিকে পাড়ে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়ে যায়।

শুক্রবার সকাল সাতটা নাগাদ ট্রলারে থাকা অন্যান্য মৎস্যজীবীরা অসুস্থ দুলাল প্রামাণিককে স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ওই মৎস্যজীবীকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় মৎস্যজীবী এসোসিয়েশনের পক্ষ থেকে গোপাল প্রামাণিক বলেন, “গতকাল রাতে এফবি রিয়া ট্রলারে মৎস্যজীবী দুলাল প্রামাণিক জাল টানতে টানতে অসুস্থ হয়ে পড়ে।

Jalpaiguri News : রহস্য কাটছে না পায়ে আংটি বাঁধা পায়রাকে ঘিরে, তীক্ষ্ণ নজর পুলিশের
আমার ধারণা ওঁর হার্ট অ্যাটাক হয়েছিল। ট্রলার দ্রুত ফিরিয়ে ওঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তখন ওঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।” ঘটনার খবর পাওয়ার পরেই মৃত মৎস্যজীবীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তারিক নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেওয়া হয়।

Dolphin Fish : গায়ে ক্ষতচিহ্ন, গঙ্গাসাগর থেকে উদ্ধার বিশালাকৃতির মৃত ডলফিন
পুলিশ গিয়ে মৃত মৎস্যজীবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনের বাঘের হামলায় মৃত্যু হয় এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম সঞ্জয় চক্রবর্তী। তিনি মৈপিঠের নগানাবাদ এলাকার বাসিন্দা বলে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *