Sujan Chakraborty Wife: ‘রাজ্য সরকারের কোনও পরীক্ষা দেননি…’, সুজন চক্রবর্তীর স্ত্রীয়ের চাকরি নিয়ে স্পষ্ট ব্যাখা বিমান বসুর – biman bose comments on how sujan chakraborty wife mili chakraborty get job


Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এরই মাঝে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরি নিয়ে সন্দেহ প্রকাশ। কুণাল ঘোষ থেকে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, এমনকী শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি দুর্নীতি নিয়ে বাম আমলকে নিশানা করে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তীর স্ত্রীয়ের চাকরি নিয়ে। এই অভিযোগ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী কী ভাবে নিযুক্ত হয়েছিলেন তা স্পষ্ট করেন বিমান বসু। তিনি বলেন, ১৯৮৮ সাল পর্যন্ত কলেজে অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনও পরীক্ষা ছিল না। কলেজ নিজে পরীক্ষা নিত। রাজ্যের এতে কোনও হাত ছিল না। পরে হয়েছে। কিন্তু মিলি দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ১৯৮৭ সালেই চাকরি পেয়েছিলেন। কলেজই তাঁকে নিয়োগ করেছিল।

Bratya Basu : বাম আমলের নিয়োগও ইডি-সিবিআই তদন্তের আওতায় আসুক : ব্রাত্য

এখানেই শেষ নয়, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে সুজন-পত্নীর চাকরি নিয়ে তোলা প্রশ্নের জবাবে বিমান বসু বলেন, ”বামপন্থীরা তদন্তে ভয় নায় না। পূর্ণাঙ্গ তদন্তে করবে করুক। আমাদের কোনও অসুবিধা নেই।”

পার্থ চট্টোপাধ্যায়ের দাবি প্রসঙ্গেও প্রতিক্রিয়ায় বিমান বসু বলেন, ”পার্থবাবু সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। উনি বলছেন, ২০০৯ সালে নাকী ওঁকে চাকরির জন্য তদ্বির করা হয়েছিল কিন্তু সেসময় তো উনি বিরোধী দলনেতা। যেভাবে বলা হয়েছে, যা বলা হয়েছে তার মধ্যেই একটা প্রাচীর আছে। কথাটার উত্তর না দেওয়াই ভালো।”

Sujan Chakraborty Wife: পরীক্ষা না দিয়েই কলেজে চাকরি! স্ত্রীর বিরুদ্ধে তৃণমূলের তোলা অভিযোগ নিয়ে মুখ খুললেন সুজন

একইভাবে কুণাল ঘোষের অভিযোগ প্রসঙ্গে বিমান বসু বলেন, ” ওঁর একটা কথাতেই আমি বলি, আমরা বামফ্রণ্ট বারবার বলেছি মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। বাম আমলে দুর্নীতি হয়ে থাকলে ১২ বছর বাদে তৃণমূলের ঘুম ভাঙছে কেন? আমরা বলছি তো দুর্নীতির দাবি যখন করছেন, তখন শ্বেতপত্র প্রকাশ করুন।”

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম জমানার নিয়োগকে তদন্তের আওতায় আনার দাবি করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সিপিএমের উদ্দেশে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, “কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না।”

Udayan Guha : ‘বাম আমলে চাকরি ভাগ হত’, বিস্ফোরক অভিযোগ উদয়ন গুহর

প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইটে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্যের নাম উল্লেখ করে একটি চিঠি টুইট করা হয়। ২০২১ সালে তিনি ৫৫ হাজার টাকা বেতনে অবসর নিয়েছেন তিনি এবং এখনও বেতন পাচ্ছেন, এই প্রসঙ্গ উল্লেখ রয়েছে। সঙ্গে একটি নথিও তুলে ধরা হয়েছে যা ১৯৮৭ সালের। যাকে চাকরি রেকমেন্ডেশনের চিরকূট বলে দাবি করেছে তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *