TMC-BJP Clash : ৩ তৃণমূল কর্মীকে বেধড়ক মারের অভিযোগ BJP-র বিরুদ্ধে, শোরগোল ঘাটালে – bjp worker accused of beating three trinamool workers in ghatal


West Bengal News : তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তিন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল এক BJP কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়ে ওই তিন তৃণমূল কর্মী চিকিৎসাধীন রয়েছেন ঘাটাল মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা এলাকায়। তৃণমূল পঞ্চায়েত সদস্য গোবিন্দ পোড়ের দাবি, মদ্যপ অবস্থায় BJP কর্মী সবুজ পোড়ে প্রতিনিয়তই বাড়ির সামনে গালাগালি করে।

আর তারই প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্য, সদস্যের ছেলে সহ মোট তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে ওই BJP কর্মী সবুজ পোড়ের বিরুদ্ধে। দুই পক্ষের প্রথমে বচসা তারপর মারপিট শুরু হয়। ঘটনার খবর পেয়ে মাঝরাতে ঘাটাল থানার OC দেবাংশু ভৌমিক ছুটে যান এলাকায়।

TMC BJP Clash : BJP কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে ইন্দাস থানা ঘেরাও
তারপর পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপর দিকে BJP কর্মী সবুজ পোড়ের অভিযোগ, জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করেই তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে বাধা সৃষ্টি করে। তা নিয়েই শুরু হয় বচসা এবং মারামারি।

আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য গোবিন্দ পোড়ে বলেন, “ওই BJP কর্মী সবুজ পোড়ে একজন মদ্যপ ব্যক্তি। দিনরাত মদ খেয়ে পড়ে থাকেন। আর তার কাজ হচ্ছে নেশা করে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ করা, কারন আমি তৃণমূল কর্মী। গতকাল রাতে একইভাবে গালিগালাজ দিতে থাকায় আমাদের মেজাজ গরম হয়ে যায়। আমরা বাইরে বেরিয়ে সবুজকে সেখান থেকে চলে যেতে বলি। আর তখনই কয়েকজন BJP কর্মীকে নিয়ে সবুজ আমাদের ওপর হামলা চালায়।”

TMC Conflict : পঞ্চায়েতে পড়ে কোটি কোটি টাকা! গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উন্নয়ন থমকে মালদায়
যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত BJP কর্মী সবুজ পোড়ে। তিনি বলেন, “আমি নেশা করিনা। কোনোদিন ওনার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করিনি। উলটে আমরা BJP কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া নিয়েই ওনার আর ওনার পরিবারের সমস্যা। বেশ কয়েকবার এই নিয়ে আমাদের সঙ্গে ওনার কথা কাটাকাটি হয়েছে। আর কাল রাতে তো উনি আর ওনার ছেলে স্লোগান শুনে আমাদের ওপর এসে আক্রমণ করে। আমরা নিজেদের বাঁচাতে পালটা হাত চালিয়েছি।”

Cooch Behar BJP : দলীয় কর্মীর বাড়ি থেকে ফেরার পথে BJP বিধায়ককে কালো পতাকা, উত্তেজনা তুফানগঞ্জে
এই ঘটনার জেরে ঘাটালের ইড়পালা এলাকায় রয়েছে পুলিশি নজরদারি। ঘাটালের BJP বিধায়ক শীতল কপাট এই বিষয়ে বলেন, “ঘটনার কথা আমি শুনেছি। আমাদের কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাকি গায়ে লাগে। জয় শ্রীরাম স্লোগান ওনার গায়ে কেন লাগল আমি বুঝতে পারছি না। এরপরেই উনি আর ওনার দলবল আমাদের কর্মীদের ওপর হামলা চালান। আমাদের কর্মীদেরও আঘাত লেগেছে। এই বিষয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলেছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *