Trending News: অলৌকিক! শিকড় ওপরানো বট কোনও সাহায্য ছাড়াই রাতারাতি সটান খাড়া – old banyan tree again mysteriously stand straight with out any help


West Bengal Local News: কোনও এর ঝড়ে আচমকা মুখ থুবড়ে পড়ে রাস্তায়। পরে ডালপালা ছেঁটে রাস্তার একপাশে সরিয়ে রাখা হয়। বছরের পর বছর ধরে একই রাস্তার পাশে পড়েছিল আস্ত এক বট গাছ। কিন্তু আচমকা রাতারাতি কোনও সাহায্য ছাড়াই ফের সটান খাড়া সে মৃত গাছ। ঘটনাটিকে অলৌকিক বলে ব্যাখ্যা করছেন স্থানীয়রা। পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের এলাকায় এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকল ডাঙপাড়া ও আনন্দনগরের এলাকাবাসী। জাবনা গিয়েছে, এক বছর আগে একটি বটের গাছ ঝড়ে রাস্তার উপরে পড়ে যাই। সেই গাছ পরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে এলাকাবাসীরা গাছের ডালপালা কেটে রাস্তা পরিষ্কার দেওয়া হয় বট গাছটি রাস্তার পাশে পড়ে থাকে। হঠাৎই কিছু দিন আগে এলাকাবাসী দেখতে পাই সেই ডাল পালা কাটা অবস্থায় গাছটি পুনরায় দাঁড়িয়ে রয়েছে তা দেখে এলাকাবাসী অবাক।

North 24 Parganas News : শিল্পীর তুলির আঁচড়ে গাছ হয়ে উঠেছে আস্ত ক্যানভাস! হাবড়ার সঞ্জয়কে চেনেন?

এই গাছের গল্প ছড়াতেই সেই বট গাছটি দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। অনেকে বলছেন, এর পিছনে কোনও অলৌকিক শক্তি রয়েছে।

Zoological Survey Of India : সুন্দরবনের শিকারি কৃমির খোঁজ জেডএসআই-এর গবেষকের

অনেকে আবার বলছেন কিছুটা দূরে তারা মায়ের মন্দির। সেই দেবী শক্তির প্রভাব হতে পারে বলে অনেকে ব্যাখ্যা করেন। এমনই ঘটনার ঘিরে শোরগোল পড়ে যায় এলাকাবাসীর মধ্যে। সেই বট গাছ দাঁড়িয়ে পড়েছে সেই কথা শুনে অনেকে দূরদূরান্ত থেকে দেখতে আসছে। অনেকে আবার পুজো করছেন সেই বটগাছকে। এলাকাবাসী জানান, এই গাছকে সোজা করতে গেলে জেসিবি ছাড়া কোনও ভাবে দাঁড় করানো যাবে না এই বট গাছ। এতো মোটা বট গাছ জেসিবি ছাড়া কোনও ভাবে তোলা সম্ভব না। কিন্তু ,জেসিবি দিয়ে গাছটি তোলা হলে তার যে চিহ্ন থাকবে তেমন কোনও চিহ্ন নেই। এই নিয়ে সকলে মনে অলৌকিক শক্তির রয়েছে বলে মনে করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *