West Bengal Weather : সপ্তাহান্তে ফের দুর্যোগ! রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস – rainfall can occurred in kolkata and other districts from saturday


সপ্তাহের শুরুতে হঠাৎ করে কালবৈশাখীর আগমন তাপমাত্রার পারদ অনেকটাই কমিয়ে দিয়েছে। প্যাচপ্যাচে গরম থেকে খানিক রেহাই পেয়েছে বঙ্গবাসী। বুধবার থেকে ফের তাপমাত্রার উন্নতির হতে শুরু করেছে। তবে আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও বৃষ্টির ভ্রকুটি কাটছে না। আবহাওয়া দফতরের পূর্বভাস বলছে দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকলে বিকেলের পর একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Rainfall Forecast : ফের হাওয়া বদল, সপ্তাহান্তেই কলকাতা সহ জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
অন্যদিকে উত্তরবঙ্গে পাঁচ জেলাতে বহাল থাকবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকদিন বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আবার কোথাও শিলাবৃষ্টি হয়েছে। নতুন করে বৃষ্টি শুরু হলে বঙ্গবাসীর দুর্যোগ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

কলকাতার তাপমাত্রা

কলকাতায় ভোরে দিন হালকা কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শহরে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। পরবর্তী সময়ে পরিষ্কার হবে আকাশ। কলকাতায় আর বৃষ্টির কোনও সম্ভাবনা প্রায় নেই। শনিবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

Rainfall Update : বুধেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর হাওয়া বদল
দেশের তাপমাত্রা

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজস্থান এলাকা একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেটি কর্ণাটক এবং তেলেঙ্গানা ও বিদর্ভের উপর দিয়ে গিয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি সহ উত্তরপ্রদেশের একাংশে হালকা মাঝারি ও বৃষ্টি হতে পারে। আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। আজ অতি বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও পঞ্জাবে। বিহার, ঝাড়খন্ড, ওড়িশা সহ পূর্বভারতের রাজ্যগুলিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

Rainfall Forecast : রবিবার ১০ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, কবে বদলাবে আবহাওয়া?
অন্যদিকে যে কোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিপর্যয় মোকাবিলা দফতর। ঘূর্ণিঝড় বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কী করণীয়? রাজ্যের বিভিন্ন ব্লকের প্রশাসনকে সতর্ক থাকার কৌশল হাতেকলমে শেখানোর উদ্যোগ নিল বিপর্যয় মোকাবিলা দফতর। বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় প্রশিক্ষণ শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *