রাজ্যের উপরে নিম্নচাপ অক্ষরেখা, আজ ও কাল বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এইসব জেলায়


সন্দীপ কর্মকার: এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া উত্তর, দক্ষিণ ২৪ পরগনা জেলা ও আগামিকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সতর্কতা বলতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। আগামিকাল ও একইরকম সতর্কবার্তা থাকছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-বাম আমলে কীভাবে কোটায় নিয়োগ হতো, ফাঁস করলেন উদয়ন গুহ

উত্তরবঙ্গে আগামী দুদিন উপরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই ৫ জেলা-সহ উত্তর, দক্ষিণ দিনাজপুর মালদার কয়েক জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাএ ৩৪ ও ২৬ ডিগ্ররির কাছাকাছি থাকবে।

বুধ- বৃহস্পতিবার পর্যন্ত এই স্পেল চলতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিশেষত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাকি সমতলের জেলা সহ উত্তরে আজ মূলত পরিষ্কার আবহাওয়া। সামান্য বাড়বে তাপমাত্রা। কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *