Civic Volunteer : সিভিক ভলান্টিয়ারদের কাঁধে আইন শৃঙ্খলাজনিত দায়িত্ব নয়, হাইকোর্টের নির্দেশে সার্কুলার জারি পুলিশের – civic volunteer will no longer be involved in law and order responsibility west bengal police issues circular


রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) কী ভূমিকা? এই নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের তরফে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২৯ মার্চের মধ্যে এই গাইডলাইন প্রকাশ করতে বলা হয়েছিল। সেইমতো সার্কুলার জারি করল রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশ মাফিক কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে, সেই সম্পর্কিত তথ্য স্পষ্ট নথিবদ্ধ করেছে রাজ্য পুলিশ।

Civic Volunteer : সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

কী রয়েছে সিভিক ভলান্টিয়ারদের নির্দেশিকায়?

রাজ্য পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ারদের জন্য জারি করা সার্কুলারে বলা হয়েছে, আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ তাদের দেওয়া যাবে না। ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা। পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন সিভিক ভলান্টিয়াররা।

Calcutta High Court: আদালতের নির্দেশ সত্ত্বেও কেন বাড়েনি নম্বর? হাইকোর্টে ক্ষমা চাইলেন SSC-র চেয়ারম্যান
আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। সার্কুলারে থাকা এই নির্দেশিকা সকলেরই নজর কেড়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার একটি মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা। সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা সম্পর্কে রাজ্যের কাছে জানতে চান। এই নিয়ে একটি বিস্তারিত গাইডলাইন তৈরি করারও নির্দেশ দেন তিনি। গাইডলাইন তৈরির দায়িত্ব দেওয়া হয় রাজ্য পুলিশের আইজি কে। ২৯ মার্চ তাঁকে কলকাতা হাইকোর্টে বিস্তারিত গাইডলাইন জমা করতে বলা হয়।

Supreme Court : বন্দিদের জামিনে দেরি, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
এর আগে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড় প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। ভালো কাজ করলে রাজ্যে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতি হবে বলে চিন্তাভাবনা রয়েছে নবান্নের। এই সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতি নিয়ে স্বরাষ্ট্র দফতরকে বিশেষ নির্দেশ দেন। এই মর্মে নয়া নীতিও আনা হতে পারে। যদিও গোটা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে বিরোধীরা। এই পদোন্নতির আদতে পঞ্চায়েত নির্বাচনের আগে টোপ বলেই মনে করছে BJP এবং CPIM.

DA Supreme Court : মঙ্গলেও হল না শুনানি, সুপ্রিম কোর্টে ফের পিছোল DA মামলা
বাংলায় কয়েক হাজার যুবক বর্তমানে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। তবে কারা এই পদোন্নতির জন্য বিবেচ্য হবে তা নিয়ে কোনও বিশেষ নির্দেশিকা জারি হয়নি। এবার হাইকোর্টের নির্দেশের পর রাজ্য পুলিশের জারি করা সার্কুলার নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *