সরকারি নির্দেশকে উপেক্ষা করে যারা সেদিন স্কুলে অনুপস্থিত ছিলেন তাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শোকজ করা হয়। সেই শোকজ লেটার পৌঁছেছে অবসর প্রাপ্ত শিক্ষকের কাছেও। জানা গিয়েছে, হুগলির মগড়ার আদি সপ্তগ্রাম হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়কে ধর্মঘটের দিন স্কুলে কেন অনুপস্থিত ছিলেন তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে।
চিঠি পেয়ে হতভম্ব কিশোর বাবু জানান, স্কুলে ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরশিক্ষার শিক্ষক ছিলেন তিনি। ২০১৬ সালে তিনি অবসর নিয়েছেন। তাঁর স্কুলের সহকর্মীরা তাকে আজ ফোন করে জানান শোকজের কথা। হোয়াটসঅ্যাপে চিঠিও পাঠিয়ে দেন।
প্রাক্তন শিক্ষক আরও জানান, তাঁর আগে বা পরে অবসর নিয়েছেন এমন অনেককেই শোকজ করা হয়েছে। ওই স্কুলের একজন অবসরপ্রাপ্ত ক্লার্ক, ২০১৯ সালে মারা গিয়েছেন তাকেও শোকজ করা হয়েছে। কিশোরবাবুর প্রশ্ন, কতজন শিক্ষক বর্তমানে কাজ করছেন। কতজনই বা অবসর নিয়েছেন কোনও তথ্যই কি পর্ষদের কাছে নেই?
এবিটিএ হুগলি জেলা সম্পাদক প্রিয়রঞ্জন ঘটক এই ঘটনায় বলেন, ”প্রশাসন স্থবির হয়ে গিয়েছে। কী চলছে বোঝাই যাচ্ছে।”