Jyotipriya Mallick : ‘CPIM শেষ হয়ে গিয়েছে…’, চিরকুট দুর্নীতি নিয়ে জ্যোতিপ্রিয়র মুখে এক যুগ পুরনো স্লোগান – minister jyotipriya mallick once again called social boycott for cpim


Uttar 24 Pargana : ফের CPIM-কে বয়কটের ডাক। ২০১১ সালের পর ফের ২০২৩ সালে এসে CPIM-র সঙ্গে না চলার কথা শোনা গেল জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) গলায়। যা একসময় রাজনৈতিক ভাবে তুমুল চর্চার মন্তব্য হয়ে উঠেছিল। এদিন CPIM-র সঙ্গে না চলার কথা, বৈবাহিক সম্পর্ক না করার কথা, বিয়ে বাড়িতে একসঙ্গে না যাওয়ার কথা, বাজারে বা চায়ের দোকানে বসে একসঙ্গে বসে গল্প না করার কথা বলতে শোনা গেল হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়।

Mohammed Salim : বাম আমলে চিরকুটে চাকরি? মুখ খুললেন মহম্মদ সেলিম
শনিবার হাবড়া BDO অফিসে দুয়ারে ডাক্তার কর্মসূচিতে যোগদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক একথা বলেন। তাঁর বক্তব্য, “২০১১ সালের নভেম্বরে একটা স্লোগান দিয়েছিলাম। সেটা হল CPIM-র সঙ্গে চলব না। তাঁদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করব না। তারা কোনও বিয়েবাড়ি গেলে যাব না। ব্যাগ হাতে বাজারে দাঁড়িয়ে চা খাব না, আড্ডা মারব না। সেটা আজও খুবই প্রযোজ্য। আমি CPIM-র সঙ্গে চলার পক্ষপাতী নই। এরা ভয়ঙ্কর রাজনৈতিক দল।”

চিরকুটে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে উঠতেই একথা বলে সুর চড়ান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আরও বলেন, “CPIM-কে সামাজিকভাবে বয়কটের স্লোগান আজও প্রযোজ্য। CPIM শেষ হয়ে গিয়েছে। এদের কিছু হবে না। যেই মুখগুলিকে দেখছেন, সেগুলো পচে গিয়েছে। নতুন মুখ চাই।”

Shashi Panja : ‘এজেন্সি রাজ চলছে দেশে’, রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ শশী পাঁজার
নিয়োগ দুর্নীতির সঙ্গে CPIM-কে যুক্ত করে আজ্যের বনমন্ত্রী বলেন, “CPIM যা করে গিয়েছে তা শিক্ষামন্ত্রীর কাছে শুনতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিটি দফতরের তদন্ত করেন তাহলে ওদের কী অবস্থা হবে বুঝতে পারছেন! সবে তো শুরু। শিক্ষা দফতর থেকে শুরু হয়েছে।”

এদিকে জ্যোতিপ্রিয়র এই বক্তব্য শুনে মুখ খুলেছে CPIM-ও। পাল্টা প্রতিক্রিয়ায় CPIM-র এরিয়া কমিটির সম্পাদক আশুতোষ রায় চৌধুরী জানান, “আসলে উনি হতাশাগ্রস্ত হয়ে একথা বলছেন।” পাশাপাশি তিনি এও বলেন, “মানুষ বলছে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই অসৎ। তবুও আমরা বলব তৃণমূলের মধ্যে যদি কোনও সৎ কর্মী থেকে থাকেন তাহলে তারা বেরিয়ে আসুন। টিভি, খবরের কাগজ, ইন্টারনেট খুললেই দেখা যায় তৃণমূল নেতাদের টাকা আর টাকা, বড় বড় অট্টালিকা, নতুন নতুন বান্ধবীর কথা।”

Jyotipriya Mallick : ‘ED-CBI দিয়ে ভয় দেখানো চলছে’, কেন্দ্রীয় সরকারকে তোপ জ্যোতিপ্রিয়র
এছাড়াও তৃণমূল নেতাদের একাধিক চুরির প্রসঙ্গ তুলে ধরেন এই CPIM নেতা। যদিও রাজনৈতিক মহলের মতে, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বড় বড় তৃণমূল নেতাদের। সেই ঘটনায় রাজ্য জুড়ে অস্বস্তিতে শাসকদল। আর সেই সময় ফের এই পুরনো স্লোগান আওড়ে মানুষের মনের মধ্যে অন্য ঘটনার কথা সঞ্চার করতে চাইছেন রাজ্যের মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *