Uttar 24 Pargana News: ‘আমার ঠিকানা তাই…’, সন্তানদের অবহেলায় ১০৫ বছরেও সবজি বিক্রি নদিয়ার সুধন্যর – uttar 24 pargana 105 years old man sell vegetables habra market as his son do not take his responsibility


West Bengal Local News: সবাই ডাকে তাঁকে হাবড়া সুপার মার্কেটের সুপার হিরো। বয়স ১০৫ বছরের সুধন্য সরকারের তবু দৈনন্দিন রুটিনে কোনও ফাঁকি নেই। তাঁর জীবনের বাস্তব কাহিনি মনে করাতে পারে নচিকেতার বৃদ্ধাশ্রম গানের কথা। কিন্তু শতোর্ধ্ব সুধন্য সরকারের মাথা গোঁজার জন্য বৃদ্ধাশ্রমের ছাদটিও ছাড়েনি তাঁর সন্তানেরা। পেটের জ্বালায় এই বয়সেও সবজি বিক্রি করতে কয়েক কিলোমিটার পথ উজিয়ে হাবড়া মার্কে়টে আসেন এই বৃদ্ধ। এক ছেলে, ছয় মেয়ে থাকলেও তাদের সংসারে আজ ব্রাত্য বাবা। পেটের ভাত জোগাড় করতে এই বয়সেও তাই নিজেকেই বেরোতে হয়। ১০৫ বছরের সবজি বিক্রেতা সুধন্য সরকার এই কারণেই প্রতিদিন সকালেই সবজির পসরা সাজিয়ে বসেন বাজারে।

Viral News: ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে অভিনব উদ্যোগ, সমাধিতে কিউআর কোড বসালেন দম্পতি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেঞ্চুরি হাঁকিয়ে মনের জোরকে সঙ্গী করে সুদূর নদিয়া জেলা হরিণঘাটা থানার অন্তর্গত ঝিকরা এলাকা থেকে হাবরা সুপারমার্কেটে সবজি বিক্রি করতে আসেন ১০৫ বছরের এই বৃদ্ধ সুধন্য সরকার। সংসারে রয়েছে এক ছেলে ছয় মেয়ে। তবুও শতোর্ধ্ব বাবার দায়িত্ব নেয় না তারা।

উলটে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, বৃদ্ধ বাবার সারাজীবনের আয়, শেষ সম্বল চার বিঘা জমি তাও জোর করে নিজেদের নামে লিখিয়ে নিয়েছে সুধন্য সরকারের ছেলেরা। সেই জমি জায়গার দখল নিয়ে জমিয়ে করছে ভোগ। এদিকে অসহায়, কপর্দক শূন্য ১০০ বছরের বৃদ্ধকে তাই নিজের ও স্ত্রীয়ের পেটের ভাত জোগাতে এই বয়সেও বাজারে সবজি বিক্রি করতে বসতে হচ্ছে।

Chanchal Super Specialty Hospital : সুপার স্পেশালিটি হাসপাতালের মেঝেতে শুয়ে রোগী, পরিদর্শনে এসে ক্ষুব্ধ জেলাশাসক

জীবনের ১০০ বসন্ত কাটিয়ে চোখে মুখে বার্ধক্যর ছাপ স্পষ্ট। তবু আজও জোর গলায় জেদ দেখিয়ে বৃদ্ধ বলেন, ”আমার কষ্ট হয় না। মায়ের দুধ খেয়েছি। আমার কোনও কষ্ট নেই।” এই বয়সে চোখে চশমা লাগে না তাঁর। কথা বলতে বলতেই কখনও রেগে যাচ্ছেন, কখনও আবার আবেগে চোখের কোণে জমছে জল। মনের জোরে এখনও যৌবনকে হার মানান তিনি। এ যেন কোন রূপকথার গল্প নয়, এ এক বাস্তবে জীবন যুদ্ধের হার না মানার গল্প। তাই হাবরা সুপার মার্কেটে এখন তিনি সুপার হিরো বলেই খ্যাত ১০৫ বছরের বৃদ্ধ সুদন্ন সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *