স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেঞ্চুরি হাঁকিয়ে মনের জোরকে সঙ্গী করে সুদূর নদিয়া জেলা হরিণঘাটা থানার অন্তর্গত ঝিকরা এলাকা থেকে হাবরা সুপারমার্কেটে সবজি বিক্রি করতে আসেন ১০৫ বছরের এই বৃদ্ধ সুধন্য সরকার। সংসারে রয়েছে এক ছেলে ছয় মেয়ে। তবুও শতোর্ধ্ব বাবার দায়িত্ব নেয় না তারা।
উলটে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, বৃদ্ধ বাবার সারাজীবনের আয়, শেষ সম্বল চার বিঘা জমি তাও জোর করে নিজেদের নামে লিখিয়ে নিয়েছে সুধন্য সরকারের ছেলেরা। সেই জমি জায়গার দখল নিয়ে জমিয়ে করছে ভোগ। এদিকে অসহায়, কপর্দক শূন্য ১০০ বছরের বৃদ্ধকে তাই নিজের ও স্ত্রীয়ের পেটের ভাত জোগাতে এই বয়সেও বাজারে সবজি বিক্রি করতে বসতে হচ্ছে।
জীবনের ১০০ বসন্ত কাটিয়ে চোখে মুখে বার্ধক্যর ছাপ স্পষ্ট। তবু আজও জোর গলায় জেদ দেখিয়ে বৃদ্ধ বলেন, ”আমার কষ্ট হয় না। মায়ের দুধ খেয়েছি। আমার কোনও কষ্ট নেই।” এই বয়সে চোখে চশমা লাগে না তাঁর। কথা বলতে বলতেই কখনও রেগে যাচ্ছেন, কখনও আবার আবেগে চোখের কোণে জমছে জল। মনের জোরে এখনও যৌবনকে হার মানান তিনি। এ যেন কোন রূপকথার গল্প নয়, এ এক বাস্তবে জীবন যুদ্ধের হার না মানার গল্প। তাই হাবরা সুপার মার্কেটে এখন তিনি সুপার হিরো বলেই খ্যাত ১০৫ বছরের বৃদ্ধ সুদন্ন সরকার।