Birbhum News : সেই ট্র্যাডিশন চলছেই! ডাইনি সন্দেহে দম্পতিকে পিটিয়ে খুন, সাঁইথিয়ায় চাঞ্চল্য – two lost life allegedly beating badly on the suspicion of witchcraft in birbhum


বীরভূমের আহমেদপুরের ন’পাড়ায় ডাইনি সন্দেহে প্রৌঢ় দম্পতিকে পিটিয়ে খুনের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বোলপুর শিয়ান হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই ওই দম্পতির মৃত্যু হয়। সাঁইথিয়া থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর গ্রামের মোড়লকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থানা আহমেদ ফাঁড়ির অন্তর্গত নপাড়া গ্রামে থাকতেন পেন্ডু হেমব্রম (৬২) ও পার্বতী হেমব্রম (৫২)। শনিবার সকালেই গুরুতর আহত অবস্থায় তাদেরকে বোলপুরের সিয়ান হাসপাতালে ভর্তি করেন তাদেরই এক নিকট আত্মীয়। সেখানে পার্বতী কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতালে মৃত্যু হয় পেন্ডুরও।

West Bengal Trending News: পরকীয়া সন্দেহে বাজারের মাঝে স্ত্রীয়ের বুকে ছুরি চালাল স্বামী! তারপর…
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন’পাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরাসহ এলাকার পেশ কিছু মানুষের মনে সন্দেহ ছিল যে পেন্ডু ও তাঁর স্ত্রী ডাইনিবিদ্যা জানেন। সেই সন্দেহের বশে প্রৌঢ় দম্পতির বাড়িতে চড়াও হয়ে তাঁদের মারধর করা হয়। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, মোড়লের নেতৃত্বে বেশ কয়েকজন ডাইনি সন্দেহে ওই প্রৌঢ় দম্পত্তিকে বেধড়ক মার মেরেছে। তাঁদের মারে ঘুরতর জখম হন তাঁরা। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Howrah News Today : হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, জখম ৬ শ্রমিক
দুজনেরই দেহের ময়নাতদন্ত করা হয় হাসপাতালে। ময়নাতদন্ত হওয়ার পর পরিবারের লোকেরা অন্য আত্মীয়দের দেখার জন্য দেহ হাসপাতালের মর্গে রাখতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় মোড়ল তড়িঘড়ি মৃত দম্পতির দেহ সৎকারের ব্যবস্থা করেন বলে অভিযোগ। এমনকী পরিবারকে দেহ দুটি সৎকারের জন্য জোর করা হয়েছে বলে অভিযোগ আত্মীয়দের। পরে মৃতদেহ দেহ সৎকার করতে বাধা দেন আত্মীয়রা।

ডাইনি অপবাদে পিটিয়ে মারা দম্পতির দেহ দেহ সৎকার করতে দেওয়ায় বাধা দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় থানার পুলিশের তরফে গ্রামবাসীদের বোঝান হয় যে যেন তারা দ্রুত সৎকার সম্পন্ন করেন।

Murshidabad News Today : অফিসেই পোস্টমাস্টারের ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে কি বড় কোনও অভিযোগে নাম জড়ানো?
বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। মূলত দোষীদের গ্রেফতারের দাবীতে এই বিক্ষোভ। এই ঘটনায় মৃতদের পরিবারের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে এফআইআর কপি তে ডাইনি অপবাদের জেরে মারধরের কথার উল্লেখ নেই। ঘটনায় জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “একটি এফআইআর করা হয়েছে, তার ভিত্তিতে গ্রামের মোড়লকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আশা করছি দ্রুত তাঁদের গ্রেফতার করা সম্ভব হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *