Civic Volunteer : তোলাবাজির অভিযোগে ধৃত ২ সিভিক ভলান্টিয়ার – bardhaman 2 civic volunteers arrested for extortion


এই সময়, বর্ধমান: প্রাণনাশের হুমকি, তোলাবাজির অভিযোগে দু’জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম রাজকুমার মান্না ও শেখ আশিকুল রহমান। দু’জনেই মেমারি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের খাঁড়ো এলাকার বাসিন্দা। যে লরি থেকে জোর করে টাকা আদায় করা হয়েছিল সেই লরির চালকের অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক তাদের ২ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Civic Volunteer : সিভিক ভলান্টিয়ারদের কাঁধে আইন শৃঙ্খলাজনিত দায়িত্ব নয়, হাইকোর্টের নির্দেশে সার্কুলার জারি পুলিশের
এদিনই রাজ্য পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে জারি করা সার্কুলারে পরিষ্কার বলা হয়েছে, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে করানো যাবে না। কেবলমাত্র ট্র্যাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন তাঁরা। সেখানে মেমারি থানার সিভিকদের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে।

West Bengal Trending News: প্রেমের টানে ‘কাকিমা’ বলে ডাকা রাজমিস্ত্রির সঙ্গে ঘর ছাড়লেন গৃহবধূ
জানা গিয়েছে, শুক্রবার দুপুর ৩টে নাগাদ লরিচালক বিপ্লব বিশ্বাস মেমারি থানার চকদিঘি মোড় দিয়ে বালি নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে এই ২ সিভিক ভলান্টিয়ার তাঁকে ও আরও একটি বালিবোঝাই লরিকে দাঁড় করিয়ে কাগজপত্র দেখতে চায়। বিপ্লব বলেন, ‘বৈধ কাগজ দেখালেও ওরা দু’টি লরির জন্য ১৫০ টাকা করে মোট ৩০০ টাকা দাবি করে। আমি তা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকি দেয়।

Salt Lake : সল্টলেকের অফিসযাত্রীদের ‘সাপ’ দেখিয়ে আংটি চুরি! পুলিশের জালে ২ সাপুড়ে
বলে, দেখে নেব। শেষে ৩০০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।’ ওদিনই মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিপ্লব। এর পরই এলাকার সিসি টিভি ফুটেজে অভিযুক্ত ২ সিভিক ভলান্টিয়ারকে চিহ্নিত করানো হয়। শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *