Corona Cases In West Bengal : ফের মাথাচাড়া করোনার, বঙ্গে কোভিডে মৃত্যু বৃদ্ধের – corona cases in west bengal increase one old man died


রাজ্যে ফের করোনার জেরে মৃত্যু। সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু ১ বৃদ্ধের।

 

হাইলাইটস

  • রাজ্যে ফের করোনায় মৃত্যু হলো এক প্রবীণের।
  • নদিয়ার বাসিন্দা ওই প্রবীণ সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন দিন চারেক ধরে।
  • শুক্রবার রাতে তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়।
এই সময়: রাজ্যে ফের করোনায় মৃত্যু হলো এক প্রবীণের। মৃতের নাম গোবিন্দ কুণ্ডু (‌৭২)।‌ নদিয়ার বাসিন্দা ওই প্রবীণ সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন দিন চারেক ধরে। শুক্রবার রাতে তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। আইডি’তে বাইপ্যাপে থাকা গোবিন্দ গত কয়েক বছর ধরেই সিওপিডি, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

Nadia News : ছেলের শোকে আত্মহত্যা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের
যক্ষ্মাও হয়েছিল বছর তিরিশ আগে। কো-মর্বিডিটির কারণেই করোনার ধাক্কা ওই প্রবীণ সামলাতে না-পেরে মৃত্যু বলে দাবি স্বাস্থ্যভবনের কর্তাদের।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *