Government of West Bengal : প্রযুক্তিতেই ভরসা, সরকারি কর্মীদের সার্ভিস বুক নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর – west bengal government issued notice for digitization of govt employee service book


Government of West Bengal : ডিএ নিয়ে আন্দোলনে সরকারি কর্মীদের একাংশ। আন্দোলনরত সরকারি কর্মীরা ইতিমধ্যে কর্ম বিরতি ও প্রশাসনিক ধর্মঘটের পথে হেঁটেছেন। এই অবস্থায় সরকারি কর্মীদের সার্ভিস বুক নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তৃণমূলের মুখপত্র জাগো বাংলাতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী সরকারি কর্মীদের সার্ভিস বুক ডিজিটাল করতে পদক্ষেপ নিয়েছে রাজ্য। কর্মীদের সার্ভিস বুক হারিয়ে বা নষ্ট হওয়ার যাওয়ার আশঙ্কা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ধাপে রাজ্যের সব সরকারি কর্মীদের সার্ভিস বুক ডিজিটাল করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই অর্থ দফতরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

DA Protest In West Bengal : সুপ্রিম কোর্টে পিছিয়েছে মামলা, ‘আন্দোলন চলবেই’, হুংকার DA আন্দোলনকারীদের
প্রকাশিত নির্দেশিকাতে বলা হয়েছে, কোনও সরকারি কর্মী যে দফতরের কর্মরত সংল্লিষ্ট দফতরের প্রধান আধিকারিক তাঁর ম্যানুয়াল সার্ভিস বুক ডিজিটাল ই-সার্ভিস বুকে রূপান্তরিত করতে পারবেন। গোটা বিষয়টি এইচআরএমএস পোর্টালের মাধ্যমে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

সরকারি কর্মীদের ক্ষেত্রে সার্ভিস বুক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সেখানে কোনও সরকারি কর্মী চাকরি সংক্রান্ত সব তথ্য থাকে। সরকারি কর্মীর শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে জন্মতারিখ, চাকরিতে যোগদানের দিন থেকে শুরু করে অবসরের দিন সবই এখানে উল্লেখ থাকে। ম্যানুয়াল থেকে ডিজিটালের রূপান্তরিত করার জন্য একটি নির্দিষ্ট ওয়ার্ক ফ্লো চেন তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে।

DA News: অনুপস্থিত কেন? অবসরপ্রাপ্ত শিক্ষককেও শো-কজ স্কুলের
কোনও সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি তাঁর কর্মক্ষেত্রের বিভিন্ন তথ্যও সার্ভিস বুকে উল্লেখিত থাকে। কর্মীদের ছুটির রেকর্ড, বেতন কাঠামো, পদোন্নতি, বদলরি পাশাপাশি চাকরি জীবনে তাঁর বিরুদ্ধে সাসপেনশন বা অন্য কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তার উল্লেখও থাকে সার্ভিস বুকে। সরকারি কর্মীদের অবসেরর পর সার্ভিস বুকের গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ অবসরের পেনশন থেকে শুরু করে অন্যান্য প্রাপ্যর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সার্ভিস বুক। বর্তমানে কোনও সরকারি কর্মী যে দফতরের কর্মরত, সেখানে তাঁর সার্ভিস বুক রাখা থাকে। ডিজিটাল হয়ে গেলে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমবে বলেই মনে করা হচ্ছে।

Nadia District Administrative Office : কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ, অফিস সিল! নদিয়া জেলা প্রশাসনের অন্দরে শোরগোল
এই প্রসঙ্গে সরকারি কর্মী মৃণাল সাহা বলেন, “সার্ভিস বুক ডিজিটাল হয়ে গেলে কর্মীদের পাশাপাশি প্রশাসনের ও সুবিধাই হবে। কারণ কোনও সরকারি কর্মীর সব তথ্য একই যায়গায় থাকবে এবং তা হারিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাও থাকবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *