Madan Mitra : ‘যেখানেই যাই, কেস খেয়ে যাই’, দলনেত্রীর কড়া নির্দেশে স্পিকটি নট মদন মিত্র – madan mitra remained silent from durgapur but why


Durgapur News : দলনেত্রীর নির্দেশ ‘রাজনৈতিক বিষয়ে বক্তব্য’ না দিতে। দলীয় মুখপাত্রদের তালিকাতেও নাম নেই। দলের প্রতি সেই আনুগত্যই দেখালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর লাগামহীন বক্তব্যে মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয় দলকে। সেই নিয়ে একাধিবার কড়া কথা শুনতে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। এবার তাই বললেন, “দলের নির্দেশ রয়েছে, রাজনৈতিক কোনও কথা বলবো না।”

Sabina Yeasmin : সকাল-সন্ধ্যায় ‘তৃণমূল জিন্দাবাদ’ বললেই ‘একশো’ শতাংশ চাকরি, মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক
শনিবার দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে রাজনৈতিক বিষয় সম্বন্ধে প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য থেকে একেবারেই এড়িয়ে যান তা নয়। বেলাগাম মন্তব্য করে নেতারা কি কেস খেয়ে যাচ্ছেন? মদন মিত্র বলেন, ” মদন মিত্র যেখানেই যায়, কেস খেয়ে যায়। ২৩ মাস কেস খাওয়ার পরে মদন মিত্রের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছিল – সেখানে লেখাছিল আমি বাহুবলী, প্রভাবশালী, শক্তিশালী। এই শব্দগুলো হনুমান জীর সম্বন্ধে বলা হয়।”

Udayan Guha : ‘উদয়ন একজন প্রতারক’, কমল গুহকে নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ RSP
দুদিন আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য করতে দেখা যায় মদন মিত্রকে। তিনি বলেন, “সুযোগ পেলে আবার তৃণমূলের কর্মীদের চাকরি দেব।” তৃণমূল কর্মীরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তবে সেটা মেধার ভিত্তিতে বলে দাবি করেন তৃণমূল বিধায়ক। তাঁর এই মন্তব্যের পর সমালোচনা শুরু হয় নানা মহলে। বাম জমানায় সুপারিশে অনেক চাকরি হতো, সেই একই পথে তৃণমূলের কর্মীদের চাকরি দিতে তিনি ইচ্ছুক বলে জানান মদন।

Jagadish Barma Basunia : ‘তৃণমূলের তেল ফুরিয়ে আসছে, বাতি নিভে যাচ্ছে…’ বিস্ফোরক সিতাইয়ের বিধায়ক
তিনি বলেন, “সিপিএম কয়েক কোটি বেকার রেখে চলে গিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের লোকজন সিপিএমের জমানায় চাকরি পাননি। তাই আগামী দিনেও পারলে আবার তৃণমূল কর্মীদের চাকরি দেবেন তিনি।” তাঁর এই মন্তব্যের চূড়ান্ত সমালোচনা করেন বামেরাও। তৃণমূলের একের পর এক নেতার বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়তে হচ্ছে, যে কারণে তড়িঘড়ি কেন্দ্রীয় ও রাজ্য স্তরের দলীয় মুখপাত্রদের নামের তালিকা ঘোষণা করা হয় শনিবার।

Madan Mitra On SSC Scam: ‘CPIM চাকরি দিতে পারে আর তৃণমূল দিলেই দোষ?’ মদনের মন্তব্যে তীব্র বিতর্ক
সেক্ষেত্রে দলীয় মুখপাত্রদের বাইরে কাউকে সংবাদ মাধ্যমের সামনে রাজনীতি নিয়ে মন্তব্য করতে মানা করা হয়েছে। বিষয়টি নিয়ে মদন মিত্র বলেন, ” দলের নির্দেশে মুখপাত্রদের বাইরে কাউকে রাজনীতি নিয়ে মন্তব্য করতে বারণ করা হয়েছে। আমি দলের একজন কর্মী। আমি কেন সবাইকেই এই নির্দেশ মানতে হবে। এটা সাধারণ ব্যাপার।” তবে সব কিছুকে ছাপিয়ে গিয়ে তাঁর জনপ্রিয় ডায়ালগ ” ও লাভলি ” বলতে ছাড়েনি তৃণমূলের রঙিন বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *