Siliguri Child Trafficking : সদ্যোজাতকে বিক্রি IVF সেন্টারের কর্মীদের! শিশু পাচার চক্রের পর্দাফাঁস শিলিগুড়ি পুলিশের – siliguri police caught a child trafficking gang found a connection with bihar


কারও বয়স সাত দিন, কারও দুই দিন, কারও আবার তিন দিন-সদ্য পৃথিবীর আলোদেখা প্রাণগুলোকেই কেড়ে নেওয়া হত মায়ের কোল থেকে। আইভিএফ সেন্টারে কর্মরতরা এই শিশুদের চুরি করে বিক্রি করে দিত ভিন রাজ্যে! এমনই এক শিশু চুরি চক্রের পর্দা ফাঁস করল শিলিগুড়ি পুলিশ।

সূত্রের খবর, শিলিগুড়িকে একটি শিশু চুরি চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে, এমন খবর ছিল পুলিশের কাছে। লাখ লাখ টাকার বিনিময়ে সদ্যজাতদের বিক্রি করা হচ্ছিল, ওঠে এমনই অভিযোগ।

Cattle Smuggling : রাতের অন্ধকারে গোরু চুরির চেষ্টা, সোনারপুরে ধৃত ৪
এমনই একটি বড় চক্রকে পাকড়াও করল শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ। শনিবার বিকেলে মাত্র ৭ দিনের এক শিশুকে শিলিগুড়িতে বিক্রি করার সময় ধরা পড়ে যায় ওই চক্রটি। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে উঠে আসতে পারে নয়া তথ্য এবং গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Drug Trafficking : কোটি টাকার মাদক উদ্ধার মুর্শিদাবাদে, হোটেল থেকে গ্রেফতার ৪ পাচারকারী
জানা গিয়েছে ধৃত চারজনের নাম প্রতীক দেবনাথ, গৌরি বাহাদুর ছেত্রী, বীণা দেবী ও প্রভা দেবী। তাদের মধ্যে প্রতীক ও গৌরি স্বামী স্ত্রী। এদিকে প্রভা দেবী নামে মহিলা বিহারের বাসিন্দা। চক্রের অন্যান্যরা শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রভা দেবী নামে ওই মহিলা বিহার থেকে সাত দিনের শিশুকে নিয়ে এসেছিল শিলিগুড়িতে। শিবমন্দিরের কাছে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তাদের পাকড়াও করে পুলিশ।

উদ্ধারের পর শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাখা হয়েছে। বিহারে এক মহিলার থেকে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল।

Salt Lake : সল্টলেকের অফিসযাত্রীদের ‘সাপ’ দেখিয়ে আংটি চুরি! পুলিশের জালে ২ সাপুড়ে
কী ভাবে চলত এই শিশু পাচার চক্র?
জানা গিয়েছে, সেখানে পাটনায় এক আইভিএফ সেন্টারের কর্মীর সঙ্গে যোগাযোগ করে শিলিগুড়ির চক্রটি। অগ্রিম প্রায় দেড় লক্ষ টাকা দেওয়া হয় বিহারের এক ব্যক্তিকে। শিলিগুড়িতে আনার পর শিশুকে এক দম্পতির কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল। তার আগে হাতেনাতে চারজনকে ধরে ফেলে পুলিশ।

Uttar Pradesh Police : যোগী পুলিশের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ! অগ্নিবীর পরীক্ষার্থীর মৃত্যু
এদিকে গৌরি বাহাদুর ছেত্রী ও বীণা দেবী নামে দুই মহিলা শিলিগুড়িতে দুটি আলাদা আলাদা আইভিএফ সেন্টারে কাজ করে। ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমার জানান, ওই শিশুকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Bankura News : সোনার গয়না পালিশের নামে চম্পট! বাঁকুড়ার আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২
এদিকে পুরো ঘটনায় বিহার যোগ পেয়েছে পুলিশ। শনিবার রাতে বিহারের উদ্দেশ্যে রওনা দেয় শিলিগুড়ি পুলিশের একটি দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *