রবিবার দুপুরে মালদা জেলা আরএসপি কার্যালয়ে দলীয় কর্মসূচি ছিল। সেখানেই যোগদান করে রাজ্যের মন্ত্রীর ও প্রাক্তন আরএসপি মন্ত্রী কমল গুহর পুত্র উদয়ন গুহের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শানান আরএসপি নেতা। তাঁর কথায়, “উদয়ন গুহ একজন প্রতারক। না হলে সে পিতৃদেবের সম্বন্ধে এই কথাটি বলতে পারে আজকে। নিজের ছেলের সম্বন্ধে আরএসপি নেতৃত্বের কাছে কমল গুহ ‘আক্ষেপ’ করতেন বলেও মন্তব্য আরএসপি নেতার।
আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর বলেন, “উদয়ন গুহর বাবা কমল গুহ আমাদের বামফ্রন্টের খুব গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে কমল গুহ তাঁর ছেলের বিষয়ে প্রচণ্ড আক্ষেপ করেছিলেন আমাদের কাছে। ছেলের আচার-আচরণ, জীবনযাত্রা, চালচলন নিয়ে আমাদের কাছে আক্ষেপ করতেন।”
পাশাপাশি, নিয়োগ দুর্নীতি নিয়েও সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর কথায়, “আজকে কুন্তল, কেষ্ট এগুলো তো আমরা করছি না। এগুলো যা করছে সব সিবিআই, ইডি করছে। এটাতো আমরা বার করিনি। আমরা চ্যালেঞ্জ করছি আমাদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির খুঁজে বার করুক। চিরকুট-এর চাকরি আমরা দিইনি।”
বাম আমলে চিরকুট দিয়ে চাকরি হতো, এ নিয়ে সরব হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বর্তমান শাসক দলের আমলে শিক্ষক সহ একাধিক নিয়োগ দুর্নীতি যে বাম আমলেও ভুরিভুরি হয়েছে, সেটা বোঝাতে চিরকুট তত্ত্ব তুলে এনেছে তৃণমূল। সেই বক্তব্যে সীলমোহর দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বাবা বাম আমলে মন্ত্রী থাকাকালীন এরকম ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। তবে আরএসপি নেতৃত্বের কথায়, “আমাদের বিষয় কোনও দুর্নীতি সেটা বার করুক প্রমাণ সমেত। তার জন্য যদি আমাদের জেলে যেতে হয় তাহলে যাব আমরা চ্যালেঞ্জ করছি।”
এদিনের আরএসপি বৈঠকে ঠিক হয়, আগামী ২৮ শে মার্চ সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে আরএসপি কেন্দ্রীয় কমিটির ডাকে বেকারবিরোধী দিবস, মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক-এর ক্ষেত্রে যে জটিলতা হয়েছে পাশাপশি কৃষকরা তার ফসলের দাম পাচ্ছে না এরকম একাধিক ইস্যুতে আন্দোলনে নামবে।