Birbhum News : গাছের ডালেই ঝুড়ি বেঁধে রাখা ফল-জল, দলছুট বাঁদরের পাশে এলাকাবাসী – birbhum villagers arranged water and vegetables for a monkey


West Bengal News : এক অসহায় বাঁদরের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির তৈরি করলেন বেশ কিছু মানুষ। ওই বাঁদরের খাদ্য সংস্থানের লক্ষ্যে এলাকাবাসীরা গাছে বেঁধেছেন ঝুড়ি। আর তাতেই নিত্যদিন বাঁদরের খাবার জন্য বিভিন্ন ফল সবজি ও জল দিয়ে যান এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই বীরভূম জেলার মহম্মদ বাজারের চরিচা বাসস্ট্যান্ডের কাছে একটি বাঁদরের বাচ্চা দেখা যাচ্ছিল। জানা গিয়েছে, ঝাড়খন্ড থেকে কোনও কারণে দলছুট হয়ে বাচ্চা বাঁদরটি এসে পড়েছে চরিচা জঙ্গল সংলগ্ন এই জায়গায়। এলাকাবাসীর কথায়, চরিচা জঙ্গলে কোনও বাঁদর থাকে না।

West Bengal Trending News : ১৪ বছরের অপত্য স্নেহের বাঁধনে বড় হয়ে ওঠা, মুক্ত আকাশে দিন কাটানো ‘মিতুয়া’-র কাহিনি জানেন?
স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে থাকার ফলে এলাকাবাসীদের প্রিয় হয়ে উঠেছিল বাঁদরটি। তবে গরম বাড়ায় বেশ কিছুদিন ধরে এলাকাবাসীরা লক্ষ্য করছিলেন খাবার ও জলের অভাবে বাঁদরটি নিস্তেজ হয়ে পড়ছে। তাই এবার তার পাশে দাঁড়ালেন এলাকাবাসীরা। খাবার ও জলের চাহিদা মেটাতে চরিচা বাসস্ট্যান্ড সংলগ্ন যে গাছে বাচ্চা বাঁদরটি থাকে সেখানেই একটি ঝুড়ি ও জলের পাত্র বেঁধে দেন তারা।

Drinking Water Crisis : গ্রামের তিনটি নলকূপই খারাপ, কিনে খেতে হচ্ছে জল! ক্ষোভ স্থানীয়দের
এবং সেই ঝুড়িতেই প্রতিদিন আপেল, আঙ্গুর, বেদানা, আলু, বেগুন, শসার মতন বিভিন্ন ফল ও সবজি দিয়ে যান এলাকাবাসীরা। পাশাপাশি জলের পাত্রে দিয়ে যান জলও। এলাকাবাসীর দেখাদেখি এখন পথ চলতি মানুষও জেনেছেন এই বাঁদরটির কথা। তারাও ওই গাছের সামনে দিয়ে পেরোলে কিছু না কিছু খাবার গাছে বাঁধা ঝুড়িতে দিয়ে যান বাঁদরটির জন্য।

Malda News : এলাকায় স্তব্ধ উন্নয়ন, কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত উপপ্রধান থেকে সঞ্চালক
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কাজল খয়রা বলেন, “মাস চারেক ধরে এই বাঁদরের বাচ্চাটি একটি গাছেই বসে থাকে। কখনও কোথাও কোনও উপদ্রপ করে না। খুব শান্ত হওয়ায় আমাদের প্রিয় হয়ে উঠেছে। কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম বাচ্চা বাঁদরটি খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছিল। তাই আমরা উদ্যোগ নিয়ে এই ব্যবস্থা করি”।

Midday Meal Scheme : ডিম সেদ্ধর জল খিচুড়িতে দেওয়ার অভিযোগ! বিক্ষোভ গোঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
অন্যদিকে অজিত রাজিয়ার নামের এক বাসিন্দা বলেন, “পর্যাপ্ত খাবার ও জলের যোগান থাকায় এখন বাচ্চাটি সুস্থ আছে। এখন এলাকার মানুষের পাশাপাশি সাধারণ পথচারীরাও বাড়ি যাওয়ার পথে বাচ্চাটির জন্য খাবার নিয়ে আসেন। যাতে গাছটি চিনতে সুবিধা হয় তাই গাছের ডালে একটি লাল কাপড়ও বেঁধে দিয়েছি আমরা”।

সাধারণত বীরভূম জেলা রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের জন্যই বিখ্যাত হয়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন এক মনোমুগ্ধকর মানবিকতার খবর জেলাবাসীদের মধ্যে কিছুটা হলেও শান্তি নিয়ে আসবে, একথা বলাই যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *