Calcutta High Court: তেহট্টের বিধায়কের বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা – recruitment scam case filed against nadia tehatta mla tapas saha at calcutta high court


TMC MLA Tapas Saha: নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল বঙ্গ রাজনীতিতে নয়া চাঞ্চল্য। নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে এবার দায়ের মামলা কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার ফের মেনশন করার নির্দেশ বিচারপতির।টাকা নিয়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা।

অন্যদিকে, শুধু বেআইনি নিয়োগ নয়, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে হুমকির অভিযোগও উঠেছে। পুরো বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।

Tina Bhowmik Saha Tapas Saha : অডিয়ো: বাগ্‌যুদ্ধে বিধায়ক বনাম নেত্রীর

সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন দলেরই জেলা পরিষদ সদস্যা টিনা ভৌমিক সাহা। স্কুলে চাকরি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন তাপস সাহা এরকম কথোপকথনের একটি অডিয়ো সম্প্রতি ভাইরাল হয়। তারপরই তা টুইট করে তোপ দাগেন তরুণজ্যোতি তিওয়ারি।

তাপস সাহার দাবি, অডিয়োর কণ্ঠস্বর তাঁর নয়। দলীয় নেত্রীর বিরুদ্ধে অন্য দলের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রের দাবি তুলেছেন তিনি। পালটা তৃণমূল নেত্রীর অভিযোগ, অশালীন শব্দ ব্যবহার করে তাঁকে আক্রমণ করেছেন তাপস সাহা।

Mousumi Koyal Kamduni: ‘কুন্তলের নামে মানহানির মামলা করব…মৌসুমী ভয় পায় না’, মুখ খুললেন কামদুনির প্রতিবাদী

এরই মধ্যে শুধু স্কুল নয়, দমকল বিভাগেও চাকরি দেওয়ার নামে টাকা তোলার আরও একটি অডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল। তাতেও তাপসের গলা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়েও রাজনৈতিক বিতর্কে উত্তাল নদিয়া।

উল্লেখ্য, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করার অভিযোগে আগেই তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (Anti Corruption Branch)৷

Recruitment Scam : কুন্তল ঘোষ ম্যাজিশিয়ান: তাপস, আমার শুধু লস-ই হলো: কুন্তল

তেহট্টের বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালকেও কোটি টাকার প্রতারণার মামলায় ডাকা হয় তাঁকে। এই মামলায় আগেই ACB-র হাতে গ্রেফতার হন প্রবীর কয়াল। গত ২৯ এপ্রিল আর্থিক প্রতারণার অভিযোগে তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়াল সহ দুই সহযোগী শ্যামল কয়াল ও সুনীল মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *