Dooars Resort : ডুয়ার্সে বেআইনি রিসর্ট নির্মাণের অভিযোগ, জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বিক্ষোভ BJP-র – bjp workers agitation and deputation programme at jalpaiguri district administration office


Dooars Tourism : গ্রিন ট্রাইব্যুনাল আইন লঙ্ঘন করে ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে রিসর্ট। শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে জলপাইগুড়ি জেলা শাসক অভিযান BJP-র। জেলাশাসকের কাছে এদিন BJP-র একটি ছয়জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয়। ডুয়ার্সের জঙ্গল এলাকায় রিসর্ট নির্মাণের পাশাপাশি জেলায় পাচার চক্রের সঙ্গেও সরকারি আধিকারিকরা যুক্ত রয়েছেন বলে অভিযোগ করা হয় BJP-র তরফে।

Lataguri Forest : লাটাগুড়ির জঙ্গলে ‘অবৈধ টাউনশিপ’? পরিদর্শনে BJP সাংসদ-বিধায়করা
BJP নেতৃত্বের দাবি, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের মদতে গ্রীন ট্রাইব্যুনাল আইনকে লঙ্ঘন করে ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকায় বিভিন্ন রিসর্ট গড়ে তোলা হচ্ছে। শুধু তাই নয়, নদি থেকে বালি পাচার এবং কয়লা পাচারের সঙ্গে শাসক দল এবং সরকারি আধিকারিকদের একাংশ জড়িত আছে বলে দাবি তাঁদের। সোমবার জেলা শাসকের দফতর অভিযান কর্মসূচিতে এভাবেই সরকারি আধিকারিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুললেন জলপাইগুড়ি জেলা BJP সভাপতি বাপি গোস্মামী।

রাজ্য কমিটির নির্দেশে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেলা শাসকের দফতরের সামনে বিনা মাইক ব্যবহারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের বাধা সত্বেও রাস্তার উপরে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন BJP কর্মীরা। বাপি গোস্মামী বলেন, “যে ভাবে শাসক দল এবং সরকারি আধিকারিকদের একাংশের মদতে বেআইনি কারবার চলছে তার প্রতিবাদেই আমাদের এই অভিযান।”

DA Protest News : শো-কজের উত্তর নিচ্ছেন না স্কুল ইনস্পেক্টররা, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শিক্ষকদের
সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলা BJP কার্যালয় থেকে মিছিল করে BJP কর্মীরা জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দফতরের কিছুটা দূরেই পুলিশ ব্যারিকেটের বাধার মুখে পড়তে হয় BJP কর্মীদের। পুলিশ বাধা দেওয়ায় বিজেপি কর্মীরা রাস্তার উপরেই বসে পরে।

BJP জেলা সভাপতি বাপি গোস্মামী শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “এরা চূড়ান্ত দূর্নীতি করছে। এর পেছনে সরকারি আধিকারিকদের একাংশ জড়িত আছে। চাকরির ক্ষেত্রে দুর্নীতি সামনে আসছে। কেন্দ্রীয় প্রকল্পকে পৃথক নাম দিয়ে বাস্তবায়িত করা হচ্ছে।”

TMC BJP Clash : BJP কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে ইন্দাস থানা ঘেরাও
BJP নেতৃত্বের আরও অভিযোগ, নদী থেকে বেআইনি ভাবে বালি পাচারের করার ক্ষেত্রেও সরকারি আধিকারিকদের একাংশের হাত আছে বলেও দাবি করা হয়। বিক্ষোভ কর্মসূচির পর BJP-র ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। প্রসঙ্গত, ডুয়ার্স জঙ্গল সংলগ্ন এলাকায় বেআইনি ভাবে রিসর্ট নির্মাণের অভিযোগ তুলে বেশ কিছুদিন আগেই শিলিগুড়িতে প্রতিবাদ দেখায় BJP নেতৃত্ব। এমনকি BJP-র একটি প্রতিনিধি দল নির্মাণ কার্যের জায়গা পরিদর্শন করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *