Droupadi Murmu Mamata Banerjee : আদিবাসী তালে মুখ্যমন্ত্রীর নাচে মুগ্ধ রাষ্ট্রপতি, বাংলার ভূয়সী প্রশংসায় মুর্মু – president droupadi murmu praises cm mamata banerjee in her visit to kolkata


বাংলায় এসে আপ্লুত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর হাতে তুলে দেন বাংলার বিখ্যাত কে সি দাসের রসগোল্লা, দুর্গামূর্তি। বাংলার উপহার এবং আপ্যায়নে মুগ্ধ দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। যা তাঁর বক্তব্যে প্রকাশ পায়। বাংলা ভাষার মিষ্টত্ব, বাংলার জল-মাটি, শিল্পী-কারিগরদের প্রণাম জানান তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ আবার ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সত্যজিৎ রায়, উত্তম কুমার, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েপ উচ্ছ্বসিত প্রশংসা করেন রাষ্ট্রপতি।

President Droupadi Murmu : নীল-সাদা রাংতায় মোড়া কে সি দাসের রসগোল্লা, রাষ্ট্রপতিকে বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী নাচে মুগ্ধ রাষ্ট্রপতি

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে দ্রৌপদী মুর্মু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অনুষ্ঠানের শুরুতে যেভাবে আদিবাসী বোনেদের সঙ্গে তালে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করলেন, বাদ্যযন্ত্র বাজালেন, তা আমায় মুগ্ধ করেছে। সমস্ত সংস্কৃতির মানুষকে এভাবে মর্যাদা দেওয়ার তাঁর এই স্বভাব তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আমি অত্যন্ত খুশি হয়েছি।”

Droupadi Murmu In Kolkata : শহরে পা রেখেই নেতাজি ভবন-জোড়াসাঁকো পরিদর্শনে রাষ্ট্রপতি, উষ্ণ অভ্যর্থনা মুখ্যমন্ত্রীর
দ্রৌপদী মুর্মু আরও বলেন, “বাংলা খুবই মিষ্টি ভাষা। এর সুগন্ধ এলে মনে হয় আমার গ্রামের কাছেই আছি। এর মিষ্টতা আমাকে আকর্ষিত করে।” বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি বাংলা ভাষায় বলে ওঠেন, “বাংলার ভাইবোনেদের জানাই আমার শুভেচ্ছা। বাংলার পবিত্র মাটিকে প্রণাম জানাই। মাটির দেবী প্রতিমা তৈরির কারিগরদের প্রণাম জানাই। বাংলার মায়েদের প্রণাম জানাই।”

Mamata Banerjee : ‘অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশ থেকে টিম পরিদর্শনে আসছে’, রাষ্ট্রপতিকে বাংলার সাফল্য জানালেন মমতা
নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে ঘুরে দেখে তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। একইসঙ্গে মঙ্গলবার বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরে যাওয়ার সৌভাগ্য হবে বলেও জানান তিনি।

দেশের সাংবিধানিক প্রধান হিসেবে এদিন রাষ্ট্রপতিকে সংবিধান রক্ষার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলা এখন গোটা দেশে ১ নম্বর। দেশের সাংবিধানিক প্রধান হিসেবে আমি এটা আপনাকে জানাতে চাই। আমি বিনীতভাবে আপনাকে বলতে চাই, দয়া করে গরিব ও সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। যাতে কোনও ধরনের বিপদ দেশের উপর না আসে।” এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আমলাও উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *