Goutam Deb : ‘প্রতিটি বুথে ৫০ শতাংশ ভোট সুনিশ্চিত করাই লক্ষ্য’, মন্তব্য সদ্য দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গৌতম দেবের – goutam deb spoke about panchayat election after getting responsibilities of party observer in alipurduar


West Bengal News : গত লোকসভা ও বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেস ভরাডুবির পর, পঞ্চায়েত নির্বাচনে ঝুঁকি নিতে রাজি নয় শাসকদল। জেলায় দলের নড়বড়ে সংগঠনকে ঢেলে সাজাতে এবার দায়িত্ব দেয়া হলো পোড়খাওয়া নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে (Goutam Deb)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলার দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পেতেই রবিবার আলিপুরদুয়ারে এলেন গৌতম দেব।

Mamata Banerjee News : ‘…সংগঠন আগের থেকে ভালো’, পঞ্চায়েতের আগে দলনেত্রীর প্রশংসায় আত্মবিশ্বাসী জেলা সভাপতি
জেলা শহরের একটি বেসরকারি হোটেলের প্রেক্ষাগৃহে জেলা তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন গৌতম দেব। এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, “উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলার মাটি আমার চেনা। মানুষের অভাব অভিযোগ নিজে কানে শুনতে চাই। তাই আমার প্রথম কাজ হবে জেলার ১১০০ বুথে পায়ে হেঁটে পৌঁছনো। আমাদের লক্ষ্য হবে প্রতিটি বুথে কমপক্ষে ৫০ শতাংশ ভোট সুনিশ্চিত করা। যার প্রতিফলন লোকসভা ভোটেও পড়তে বাধ্য”।

Didir Suraksha Kawach : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ক্ষুব্ধ মহিলার পা ধরলেন জেলা পরিষদের সভাধিপতি, তুমুল কটাক্ষ বিরোধীদের
জেলা গঠন থেকে শুরু করে আলিপুরদুয়ারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত পরিমাণ চোখে দেখা ‘উন্নয়ন’ করার পরেও মানুষ কেন বারবার বিমুখ হচ্ছেন, সেই কারনের গোঁড়ায় ঢুকতে চান তিনি। বিগত বিধানসভা নির্বাচনে জেলায় একাধিক গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে। সেই ঘটনায় আলিপুরদুয়ার জেলায় ঐতিহাসিক পতন ঘটে শাসকদলের।

Didir Doot : ‘আপনারা তো ভাগাড়ে থাকেন…!’ বেহাল রাস্তার জন্য বিয়ে বন্ধ গ্রামে, বিধায়কের সামনে ক্ষোভ গ্রামবাসীদের
জেলার ৫ টি বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি। সেই ঘটনায় সাংগঠনিক ভাবে সবাই একমত নাও হলেও, কেউ ভিন্ন পথে এগোলে তা মানা হবে না বলে তিনি সাফ জানান। সবাইকে এক ছাতার তলায় কাজ করে নাম না করে (বাম কংগ্রেস) জোটকে পরাস্ত করতে হবে, একথা বলেন গৌতম দেব। তিনি আরও বলেন, “দুর্নীতি নিয়ে উদয়ন বাবু কী বলেছেন তার বিচার করবে দল”।

Balurghat BJP : রাস্তাঘাটের অবস্থা কেমন? পরিদর্শনে এলেন বালুরঘাটের BJP বিধায়ক
দুর্নীতিতে শাসকদলের নেতা-মন্ত্রীদের গ্রেফতারির ঘটনা নিয়ে গৌতম দেব বলেন, “যারা গ্রেফতার হয়েছে তাদের নিয়ে দল কোনও আপোষ করেনি। আমরা নানান সরকারি প্রকল্প নিয়ে বুথে বুথে মানুষের কাছে যাব। মানুষের অভাব অভিযোগ থাকতে পারে। যে প্রশ্নের জবাব থাকবে তা মানুষের কাছে তুলে ধরব, নয়তো মানুষের অভিযোগ মাথা পেতে নেব”।

Jagadish Barma Basunia : ‘তৃণমূলের তেল ফুরিয়ে আসছে, বাতি নিভে যাচ্ছে…’ বিস্ফোরক সিতাইয়ের বিধায়ক
এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, “গৌতম দেব একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার দেওয়া পরামর্শ পাথেয় করলে আখেরে দলই লাভবান হবে”। তবে জেলায় শাসক দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোই এখন গৌতম দেবের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Didir Doot : ‘দলীয় কর্মসূচিতে ডাকা হয় না…’, ক্ষোভের মুখে খোদ তৃণমূল বিধায়ক
এই বিষয়ে জেলা BJP-র সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, “তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যতই বাড়ি বাড়ি যান মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। দুয়ারে সরকার, দিদির দূত ও দিদির সুরক্ষা কবজ নিয়ে তৃণমূল কর্মীরা তো আগে থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন। মানুষ তাদের প্রত্যাখ্যান করছে এবং তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। শাসক দলের নানান দুর্নীতি মানুষ জেনে গিয়েছে। ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা কখনই সাধারণ মানুষের সমর্থন পাবে না”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *