Mithun Chakraborty, Hero, Bangladeshজি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই টলিউডে মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি’। বক্স অফিসে ঝড় তুলেছিল দেব-মিঠুন অভিনীত সেই ছবি। অনেক বছর পর বাংলা ছবিতে অভিনয় করেন এই বর্ষীয়ান অভিনেতা। এবার প্রায় এক যুগ পর বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন মেগাস্টার মিঠুন। প্রথম ১৯৮৫ সালে দুই বাংলার যৌথ প্রযোজনায় অবিচার নামক ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা। শেষ ২০১০ সালে গোলাপি এখন বিলাতে সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর প্রায় ১২ বছর বাংলাদেশের কোনও ছবিতে দেখা যায়নি মিঠুনকে। রবিবার কলকাতায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের পরিচালক কামরুজ্জামান রোমান ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির। যদিও এখনও অবধি কোনও চুক্তি স্বাক্ষর হয়নি তবে এই ছবি করতে রাজি হয়েছেন মিঠুন। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি সেই ছবির নাম ‘হিরো’।
আবদুল্লাহ জহির বাংলাদেশের সংবাদমাধ্যমে বলেন, ‘তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। আজ বিস্তারিত কথা হলো। তিনি গল্প শুনে পছন্দ করেছেন। কথা দিয়েছেন সিনেমাটি করবেন। তাঁর হাতে আরও দুটি কাজ রয়েছে। সেসব মিলিয়েই তিনি শিডিউল মেলাবেন। আশা করছি ঈদের আগেই আমাদের চুক্তি হয়ে যাবে। হয়তো অক্টোবরের দিকে আমরা শুটিং করতে পারব।’
কেন এই চরিত্রের জন্য মিঠুনকেই বেছে নেওয়া হল? পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, ‘চরিত্র যে অবয়ব তৈরি করে, সেটার জন্য রাজ্জাক সাহেবের মতো একজনকে দরকার ছিল। এই চরিত্রের অনেকগুলো মাত্রা রয়েছে। কারণ, এখানে মূল চরিত্র একজন বাবাকে নিয়ে। যে কারণে প্রথম থেকেই ভাবছিলাম মিঠুন চক্রবর্তীর কথা।’ তিনি আরও বলেন, ‘প্রথমে আমরা তাঁকে লাইনআপ দিয়েছিলাম। আজ গল্প পুরোটা শোনানোর পর তিনি বললেন, “ব্রিলিয়ান্ট, গল্প দারুণ! এই সিনেমা আমি করব।” তখন মনে হলো, আমরা যা চেয়েছি, সেটাই পেতে যাচ্ছি।’