Purba Medinipur News : খুনের দায়ে অভিযুক্তদের ধরতে পুলিশি গড়িমসি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ পটাশপুরে – purba medinipur patashpur local villagers protested infront of police van


West Bengal News : এক ব্যক্তিকে খুনের দায়ে তিন অভিযুক্তকে ধরতে আসার ব্যাপারে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে ও পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় এলাকার বাসিন্দারা। গতকাল রবিবার রাত প্রায় ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার পটাশপুর থানার এগরা – পটাশপুর রাজ্য সড়কের উপরে খড়াই শ্যামসুবাড় এলাকায়।

Dakshin 24 Pargana : সন্দেহের বশে স্ত্রীকে খুন! দেহ ৩ টুকরো করে জলার ধারে পুঁতে দিল স্বামী
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায়। পটাশপুর থানার পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা। পাশাপাশি পুলিশকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। সেইসঙ্গে পুলিশের গাড়িতে সজোরে ধাক্কাধাক্কি করে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার জেরে রবিবার রাতে স্থানীয় এলাকায় চলে তুমুল উত্তেজনা। অবশেষে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। সেইসঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের নিয়ে পটাশপুর থানায় রওনা দেয়।

Bankura News : চলন্ত বাসে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ বাঁকুড়ায়
ঘটনার সূত্রপাত তিনদিন আগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩শে মার্চ পটাশপুর থানার খাটুয়াবাড় গ্রামে ধীরেন পাত্র (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর দিন অর্থাৎ ২৪ মার্চ বেলার দিকে মৃতের পরিবারসহ বেশ কয়েকজন মিলে তাঁকে দাহ করে। কিন্তু স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, মৃত ব্যক্তিকে তাঁর পরিবারের লোকজন মিলে পিটিয়ে মেরে ফেলেছে।

এদিন বিকেলে খুনের অভিযোগ তুলে গ্রামবাসীরা অভিযুক্তদের ধরে এনে স্থানীয় গ্রামের এক মন্দির প্রাঙ্গণে বসিয়ে বেশ কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্ত গুণধর ছেলে উত্তম পাত্র (৪০), তাঁর স্ত্রী সীতা পাত্র (৩০), এবং তাঁর মা সুমিত্রা পাত্র (৪৮) কে গ্রামবাসীরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে থাকে। অবশেষে রবিবার সন্ধ্যা নাগাদ তিন অভিযুক্ত ব্যক্তি গ্রামবাসী ও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ধীরেন পাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুন করেছে বলে কবুল করে।

Murshidabad News Today : অফিসেই পোস্টমাস্টারের ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে কি বড় কোনও অভিযোগে নাম জড়ানো?
তবে কি কারণে খুন করল, তা কিন্তু কেউই স্পষ্টভাবে বলতে রাজি হয়নি। এই ঘটনার কথা ফোনে পটাশপুর থানার পুলিশকে বারংবার জানানো সত্বেও তাঁরা ঘটনাস্থলে দেরি করে পৌঁছয় বলে অভিযোগ। আর দেরিতে পুলিশ ঘটনাস্থলে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা। পুলিশকে দেখেই ক্ষোভ উগরে দেন আমজনতা।

Tiljala Incident: নাবালিকার মাথায় স্ক্রু ড্রাইভারের ক্ষত, শরীরে নৃশংস আঘাতের চিহ্ন! তিলজলার ঘটনায় ৩ মামলা দায়ের
পুলিশ আসামীদের নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পুলিশের সামনেই অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে তাঁদের মারতে থাকে। অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় গাড়িতে তুলতে কার্যত হিমসিম খেতে হয় পুলিশকে।

স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “দিনের পর দিন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলতে ব্যস্ত পুলিশ। অথচ খবর দেওয়া সত্বেও খুনের আসামি তুলতে পুলিশ গড়িমসি করেছে। আগামী দিনে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে পুলিশের তোলাবাজির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব আমরা”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *