Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে ফের ED-র তলব, সিজিও কমপ্লেক্সে হাজির শান্তনুর অফিসের ২ কর্মী – recruitment scam santanu banerjee closed akash and nilay


West Bengal Recruitment Scam : বিরাম নেই জিজ্ঞাসাবাদে। গত ২২শে মার্চ অনেক রাত পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ এবং নিলয় মালিককে জিজ্ঞাসাবাদ করে ED। কিন্তু সেই প্রশ্নোত্তর পর্বে যে ED আধিকারিকরা সন্তুষ্ট হতে পারেননি, তা বলাই বাহুল্য। তাই আবার তাঁদেরকে বেশ কিছু নথি নিয়ে আবার ED দফতরে আসতে বলা হয়। সেই মতো আজ সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ED দফতরে আসেন এই দুজন। সঙ্গে করে বেশ কিছু নথি নিয়ে আসেন তাঁরা। এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার মুহূর্তে আকাশকে সাংবাদিকরা ছেঁকে ধরলেও তিনি সবার সামনে কোনওরকম মুখ খুলতে চাননি।

Santanu Banerjee : ED দফতর থেকে বেরিয়ে পাঁই পাঁই ছুট শান্তনু ঘনিষ্ঠর! ‘এমনি এসেছিলাম’, সাফাই আকাশের
শুধু বলেন, “আমাকে আবার ED আধিকারিকরা ডেকেছেন। তাই এসেছি”। কিছু নথি সঙ্গে করে নিয়ে এসেছেন কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে শুধু সম্মতিসূচক জবাব দেন তিনি। উল্লেখ্য, গত বুধবার ২২শে মার্চ জেরা শেষে ED অফিস থেকে রাত সাড়ে দশটা নাগাদ বের হন আকাশ। বেরিয়ে সাংবাদিকদের এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা করতে পারেননি।

Santanu Banerjee : ৩৭ ঘণ্টা তল্লাশি শেষে গ্রেফতার অয়ন, দুর্নীতির রহস্যভেদে শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারই কি ফ্যাক্টর?
সেই সময় সাংবাদিকদের তিনি বলেন, “আমাকে তলব করা হয়নি। বরং আমার নিজের কাজ ছিল বলেই আমি এসেছিলাম”। কিন্তু তার কি কাজ ছিল যে তিনি সোজা ED দফতরে এসেছিলেন, এই প্রশ্নের কোনও উত্তর তিনি দিতে চাননি। এর আগে গত ১৮ই মার্চ হুগলির বলাগড়ের রিসর্টে শান্তনু ঘনিষ্ঠ আকাশ, বিশ্বরূপ প্রামাণিক এবং নিলয় মালিককে জিজ্ঞাসাবাদ করে ED।

Recruitment Scam : শান্তিপ্রসাদকে হেফাজতে ফের পেতে চাই সিবিআই
তারপর ২২শে মার্চ তাঁদের কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছিল। সেই মতোই তাঁরা এসে হাজিরা দিয়েছিলেন বলে সূত্র মারফত জানা যায়। কিন্তু সেকথা তাঁরা কেন অস্বীকার করেন সেদিন, তা জানা যায়নি। আর আজ সোমবার যে তাঁদের আবার ED আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন একথা স্বীকার করে নিয়েছেন আকাশ।

Recruitment Scam : ২০১২ প্রাথমিক টেটেও দুর্নীতি? অয়নের অফিসের থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য
তাহলে কি আজ শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরও বেশ কিছু রহস্যের খোলসা হতে পারে? এই প্রশ্নই উঠে আসছে বারবার। প্রসঙ্গত উল্লেখ্য, হুগলির বলাগড়ের যে রিসর্টে ED হানা দিয়েছিল, খাতায়কলমে ওই রিসর্টের মালিক আকাশ। তবে স্থানীয়দের দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায়ই ওই রিসর্টের আসল মালিক।

Santanu Banerjee News : ‘কোম্পানি চোখেই দেখিনি…’, দাবি শান্তনু ঘনিষ্ঠ রাকেশের
সূত্র মারফত জানা গিয়েছে, ED আধিকারিকরা এই মুহূর্তে ওই রিসর্টের মালিকানার জট খুলতেই ব্যস্ত। কারন, একদা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করা আকাশ কিভাবে শান্তনুর রিসর্টের মালিক হয়ে গেলেন, সেই রহস্যের জট খুললেই যে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে, এই বিষয়ে নিশ্চিত ED।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *