Saayoni Ghosh : ‘নেমক হারাম! দরজা খোলা হয়নি বলেই এত রাগ’, হিরণকে আক্রমণ সায়নীর – trinamool congress leader saayoni ghosh slams bjp mla hiran chatterjee


রবিবার চন্দ্রকোণা থেকে দেব, বনির পাশাপাশি তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে আক্রমণ করেন খড়গপুরের অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এমনকী বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশকে দুর্নীতিগ্রস্থ বলে দাবি করেন হিরণ। সোমবার হিরণের আক্রমণ নিয়ে মুখ খুললেন সায়নী ঘোষ। মুখ খুলেই বিজেপি বিধায়ককে তীব্র আক্রমণ করেন সায়নী।বুধবার শহিদ মিনার ময়দান চত্বরে ছাত্র-যুব সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সভাস্থল পরিদর্শন করতে যান সায়নী। সেখানে হিরণ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। সায়নী বলেন, “ভীষণ স্টুপিড! রাজনৈতিকভাবে ওনার কোনও গুরুত্ব নেই। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে উনি খুব একটা গুরুত্ব পান না। নিজের কারণে উনি গুরুত্ব পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজাটা খোলেননি বলেই ওনার এত রাগ। এমনভাবে যদি খবরে থাকা যায়, তবে মন্দ কী।”

Hiran Chatterjee : ‘টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক-পরিচালক-অভিনেতা দুর্নীতিতে যুক্ত’, বিস্ফোরক হিরণ
টলিউডকে হিরণেক আক্রমণ প্রসঙ্গে সায়নী বলেন, “উনি কেন এমন বললেন, উনিই বলতে পারবেন। ‘নমক হারাম’ বলে একটা কথা হয়। যেই থালাতে ভাত খেয়েছেন, সেই থালাতেই ফুটো। এতদিন এখানে উনি করে খেয়েছেন, এখন এই কথা বলছেন। ৯৯ শতাংশ দুর্নীতিগ্রস্থ বাকি ১ শতাংশের মধ্যে উনি পড়েন। এইসব কথা শুনলে মানুষ হাসবে। উনি আজ বিজেপিকে ভালো বলছেন, পরবর্তীকালে অন্য কেউ দরজা খুলে দিলে বিজেপিকে খারাপ বলবেন। নেতা বা অভিনেতা হিসেবে ওনার কোনও গুরুত্ব নেই। দু’দিন পর মানুষ এইসব ভুলে যাবে।”

Saayoni Ghosh : ‘দিদির স্টাইলে শাড়ি পরা…’, সায়নীকে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দিতে রবিবার খড়গপুরে গিয়েছিলেন বিজেপির এই অভিনেতা বিধায়ক। সেখানে গিয়ে পুনরায় দেবকে আক্রমণ করেন তিনি। হিরণ বলেন, “আমি আগেই বলেছি দীপক অধিকারী দুর্নীতিগ্রস্থ। তিনি গোরু পাচারকারী এনামুল হকের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন… বনি একটা বাচ্ছা ছেলে, সেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।”

Suvendu Adhikari : ‘সরকারি কর্মীদের গায়ে আঁচড় লাগলে…’, DA আন্দোলন নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
এরপরই সায়নী ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করেন হিরণ। তাঁর দাবি, “সায়নী ঘোষের কথা আদালতের বিচারপতিক মুখেও শোনা গিয়েছে। কী ভীবে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়ে একের পর ফ্ল্যাট নিজরে নাম করেছেন… টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিতে অভিযু্ক্ত। পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সকলেই চোরদের সরকারের সঙ্গে যুক্ত।” উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হিরণ তৃণমূল করলেও ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি তাঁকে খড়গপুর থেকে প্রার্থী করে, সেখান থেকে জয়ী হন এই অভিনেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *