Spectacles : ২০০ টাকায় ৬ হাজারি ‘স্মার্টগ্লাস’! দৃষ্টিহীনদের বিশেষ চশমা বানিয়ে চর্চায় নদিয়ার অর্ক – nadia youth arka chatterjee made smartglass for blind people


West bengal local News: দৃষ্টিহীনদের কাছে পুরো দুনিয়াটাই কালো। গোটা বিশ্বের উজ্জ্বল দিন তাঁরা দেখতে পান না। তাঁদের জীবনে আলো ফিরিয়ে আনার লক্ষ্যে চমকপ্রদ পদক্ষেপ নিল নদিয়ার এক যুবক। বিশেষ ধরনের স্মার্টগ্লাস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সে। দৃষ্টিহীনদের চলা ফেরার সময় এক মিটার দূরত্বের মধ্যে কোনও বস্ত থাকলে স্মার্টগ্লাসের সেন্সর তার উপস্থিতি জানান দেবে। বস্তুর আরও কাছে এগিয়ে গেলে বেজে উঠবে অ্যালার্ট।স্মার্টফোন, স্মার্ট ওয়াচের পর এখন চর্চায় নদিয়ার কলেজ পড়ুয়া অর্ক বিশ্বাস। অর্ক নদিয়া জেলার মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি কলেজের তৃতীয় বর্ষের প়ড়ুয়া। দৃষ্টিহীন ও ক্ষীণ দৃষ্টি মানুষদের জন্য এই চশমা বানিয়ে সকলকে অবাক করে দিয়েছে সে।

Taarak Mehta Ka Ooltah Chashmah : বড়পর্দায় জেঠালাল-দয়া বেন? তারক মেহতা নিয়ে বড় আপডেট প্রযোজকের
তবে জানা গিয়েছে, দৃষ্টিহীনদের জন্য এই ধরনের চশমা বাজারে মেলে। কিন্তু, অতিরিক্ত দাম হওয়ার কারণে অনেকেই তা কিনতে পারেন না। বাজারে যেখানে এই ধরনের চশমার মূল্য ৬ হাজার টাকা, সেখানে ২০০ টাকাতেই কাম তামাম করেছেন অর্ক। তাঁর দাবি, আপগ্রেড করে যদি ১ মিটার বদলে দূরত্ব ১০ ফুট ও ভয়েস কমান্ডিং সিস্টেম এই স্মার্টগ্লাসের সঙ্গে যোগ করা যায়, তবে তা বাজারের যে কোনও চশমাকে টেক্কা দেবে।

অর্কর কলেজ সূত্রে জানা গিয়েছে, সেখানকার NSS ইউনিটের মাধ্যমে বিভিন্ন প্রতিবন্ধী ক্যাম্পে এক সময় ঘুরেছেন এই কলেজ পড়ুয়া। প্রতিবন্ধীদের কষ্টের জীবন তাঁকে নাড়া দিয়েছিল। দৃষ্টিহীনদের সাহায্যে কোনও অবলম্বন নেই বুঝতে পেরেছিলেন অর্ক। তখনই জেদ চেপেছিল এঁদের জন্য কিছু করার। তখন থেকেই স্মার্ট চশমা তৈরির বিষয়ে চিন্তাভাবনা শুরু করেন অর্ক।

Chokher Alo Scheme : ১০ লাখ ছানি অপারেশন-বিনামূল্যে ১৫ লাখ চশমা, ‘চোখের আলো’-র সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর
তিনি বলেন, “দৃষ্টিহীনদের কালো চশমা পরিয়ে দেওয়া হলেও তাদের তা কোনও কাজে লাগে না। জীবনের অন্ধকারকে আরও গাঢ় করে। সেখান থেকে চশম বানানোর বিষয় চিন্তা ভাবনা করি। ইতিমধ্যেই এই চশমার পরীক্ষা সফল হয়েছে। শেষ মুহূর্তের কাজ বাকি রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই তা বাজারে বিক্রি করা যাবে।”

Uttar 24 Pargana News: ‘আমার ঠিকানা তাই…’, সন্তানদের অবহেলায় ১০৫ বছরেও সবজি বিক্রি নদিয়ার সুধন্যর
অর্ক জানিয়েছেন, চশমা বানাতে প্রয়োজন যাবতীয় সামগ্রী মাজদিয়া বাজার থেকে খুঁজে পেয়েছেন। সেন্সর , মাইক্রো স্পিকার, ব্যাটারি ও চার্জিং ডিভাইস দিয়ে এই চশমা তৈরি। একবার চার্জ দিলে ৬ ঘণ্টা ব্যবহার করা যাবেও বলেও জানিয়েছেন তিনি। অর্ক কবে বাণিজ্যিকভাবে এই চশমা বিক্রি শুরু করেন, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *